আজই শেষ সুযোগ! ১ টাকায় ৬০জিবি ডেটা, ৩০ দিন মেয়াদ BSNL-এর স্পেশাল রিচার্জ প্ল্যানে

দীপাবলির সময় নতুন গ্রাহকদের জন্য একেবারে চমকপ্রদ অফার নিয়ে এসেছিল সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল। মাত্র ১ টাকার বিশেষ রিচার্জ—‘দীপাবলি বোনাঞ্জা প্ল্যান’। এই অফারের মেয়াদ শেষ হচ্ছে ১৫ নভেম্বর। ফলে যারা নতুন সিম নেওয়ার কথা ভাবছেন, তাদের জন্য আজই শেষ সুযোগ এই আকর্ষণীয় সুবিধা পাওয়ার।

মাত্র এক টাকার রিচার্জেই পাওয়া যাচ্ছে এমন সব সুবিধা, যা সাধারণত বাজারে উচ্চমূল্যের প্ল্যানেই দেওয়া হয়। নতুন গ্রাহকদের আকর্ষণ করতেই এই বিশেষ অফার গত অগস্টে চালু করেছিল বিএসএনএল। দীপাবলির আগে আবারও তা সক্রিয় করে অফারের শেষ তারিখ বাড়ানো হয়।

প্ল্যানে কী কী সুবিধা?

বিএসএনএলের এই বিশেষ প্ল্যানের বৈশিষ্ট্য একাধিক—
১. ৩০ দিনের সম্পূর্ণ বৈধতা: নতুন সিম অ্যাক্টিভেট হওয়ার দিন থেকেই অফারের মেয়াদ গণনা শুরু।
২. প্রতিদিন ২ জিবি ডেটা: পুরো মাসে মোট ৬০ জিবি হাই-স্পিড ডেটা ব্যবহার করা যাবে।
৩. আনলিমিটেড কলিং: সব নেটওয়ার্কে বিনা বিচ্ছিন্নতায় কল করা যাবে।
৪. প্রতিদিন ১০০টি এসএমএস: নতুন গ্রাহকদের জন্য এটি কার্যত সম্পূর্ণ কম্বো অফার।
৫. ফ্রি সিম কার্ড: মাত্র এক টাকা পরিশোধ করলেই মিলবে একটি নতুন বিএসএনএল সিম, তার সঙ্গেই সক্রিয় হবে অফারটি।

কীভাবে চালু করবেন এই ১ টাকার অফার?

এই অফার শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য। সক্রিয় করতে হলে আপনার নিকটবর্তী বিএসএনএল কাস্টমার সার্ভিস সেন্টার বা অনুমোদিত রিটেলার-এর কাছে যেতে হবে। সেখানে মাত্র ১ টাকা দিয়ে নতুন সিম নেওয়ার পর অটোম্যাটিকভাবেই অফারটি অ্যাক্টিভ হয়ে যাবে।

আপনার এলাকায় যদি বিএসএনএলের ৪জি নেটওয়ার্ক উপলব্ধ থাকে, তবে ডেটা স্পিড নিয়ে কোনও সমস্যাই হবে না। প্রথমবার সিম নেওয়া গ্রাহকদের জন্য এটি নিঃসন্দেহে অত্যন্ত সাশ্রয়ী একটি প্যাক।

কারা এই অফার পাবেন?

এই প্ল্যানটি শুধুমাত্র নতুন বিএসএনএল গ্রাহকদের জন্য প্রযোজ্য। পুরনো বা বিদ্যমান গ্রাহকরা প্ল্যানটির সুবিধা নিতে পারবেন না। যেহেতু আগামীকালই এই অফারের শেষ দিন, তাই সাশ্রয়ী মূল্যে পূর্ণ কম্বো সুবিধা চাইলে দ্রুত নতুন সিম অ্যাক্টিভেট করার পরামর্শ দিচ্ছে সংস্থা।

মাত্র এক টাকার বিনিময়ে কল, এসএমএস, ডেটা—সব মিলিয়ে এমন অফার আপাতত কোনও টেলিকম অপারেটরের কাছেই নেই। তাই সীমিত সময়ে এই সুযোগ হাতছাড়া করতে চান না বহু নতুন ব্যবহারকারী।

FAQ

১) এই দীপাবলি বোনাঞ্জা প্ল্যানটি কার জন্য?
শুধুমাত্র নতুন বিএসএনএল গ্রাহকদের জন্য। পুরনো গ্রাহকরা এই অফার পাবেন না।

২) প্ল্যানটির দাম কত?
মাত্র ১ টাকা।

৩) এই প্ল্যানের মেয়াদ কতদিন?
সিম অ্যাক্টিভেশনের দিন থেকে ৩০ দিন।

৪) প্রতিদিন কত ডেটা পাওয়া যাবে?
প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা, মোট ৬০ জিবি।

৫) কলিং সুবিধা কী?
সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যাবে।

৬) প্রতিদিন কতটি এসএমএস পাওয়া যাবে?
প্রতিদিন ১০০টি এসএমএস ফ্রি।

৭) প্ল্যানের সঙ্গে কি সিম ফ্রি পাওয়া যাবে?
হ্যাঁ, মাত্র ১ টাকায় সিমের সঙ্গে এই অফার অ্যাক্টিভ হবে।

৮) অফারের মেয়াদ কখন শেষ হচ্ছে?
১৫ নভেম্বর পর্যন্ত এই অফার উপলব্ধ।

৯) কীভাবে প্ল্যানটি চালু করবেন?
নিকটবর্তী BSNL Customer Service Centre বা অনুমোদিত রিটেলারে গিয়ে নতুন সিম নিতে হবে।

১০) ৪জি নেটওয়ার্ক না থাকলেও কি অফারটি ব্যবহার করা যাবে?
হ্যাঁ, তবে ইন্টারনেট স্পিড ৪জির মতো হবে না।

#BSNL #DiwaliBonanza #RechargeOffer

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক