Mimi: নিজের হাতে পালং শাক কেটে রান্না করলেন মিমি! ভাগ করে নিলেন ভিডিও

Mimi: নিজের ছোট্ট ব্যালকনিতে নানান রকমের সবজি চাষ করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি সেই দৃশ্যই তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। হয়তো অনেকেই জানেন গাছপালা ভীষণই পছন্দ করেন এই অভিনেত্রী। তার আসল বাড়িটিও গাছপালায় ভর্তি। বিভিন্ন ফল ফুলের গাছ-সহ পুকুর রয়েছে সেখানে।

যদিও কলকাতার ফ্ল্যাটে সেই সুযোগ থাকে না। তবে খুব অল্প জায়গাতেই কিছু শাকসবজি চাষ করেছেন তিনি। যে ভিডিও তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে বেশ উচ্ছ্বাসের সাথে পালং শাক কাটছেন। সাথে বলছেন তিনি এটা জানেন যে এগুলো খুবই অল্প তবে তার জন্য অনেক।

তবে শুধু পালং শাকই নয় সেখানে ছিল পুদিনা পাতা, বেগুন গাছ, পেঁয়াজ ইত্যাদি। আর তাতেই বেজায় খুশি হয়েছেন অভিনেত্রী। সেই পালং শাক দিয়ে রান্না করার ছবিও তুলে ধরেছেন ভিডিওর শেষে। আমরা সকলেই জানি যে কোনো ছোটো গাছই হোক না কেন তাতে ফল হলে ভীষণই আনন্দ হয়।

শাকসবজি, ফুল সবমিলিয়ে বেজায় আনন্দ দেয় সকলকে। সেরকমটাই হয়েছে অভিনেত্রীর ক্ষেত্রেও। ছোট ছোট জিনিসে বিষয় আনন্দ উপভোগ করেন তিনি। সেটা পোষ্যদের সাথে সময় কাটানো হোক বা পরিবেশের সাথে। আর সেই সব দৃশ্যগুলি তিনি ভাগ করে নেন সকলের সাথে।

এই ভিডিওটি পোস্ট করতেই তাকে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। প্রত্যেকেই বলছেন মিমি ভীষণ সাধারণ একজন মানুষ। আর পাঁচটা সাধারণ মানুষের মতোই তিনি বাঁচতে পছন্দ করেন। এই বিষয়টি তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে।

FAQ

১) প্রশ্ন: মিমি চক্রবর্তী কোথায় সবজি চাষ করেছেন?
উত্তর: তিনি নিজের কলকাতার ফ্ল্যাটের ছোট্ট ব্যালকনিতেই সবজি চাষ করেছেন।

২) প্রশ্ন: তিনি কী কী সবজি বা গাছ লাগিয়েছেন?
উত্তর: পালং শাক, পুদিনা পাতা, বেগুন গাছ, পেঁয়াজসহ আরও কিছু শাকসবজি চাষ করেছেন।

৩) প্রশ্ন: ভিডিওতে কী দৃশ্য দেখা গিয়েছে?
উত্তর: ভিডিওতে মিমিকে উচ্ছ্বাসের সঙ্গে নিজের ব্যালকনির পালং শাক কাটতে দেখা গেছে।

৪) প্রশ্ন: শাকগুলো অল্প হলেও তিনি কেন খুশি?
উত্তর: তিনি বলেছেন, অল্প হলেও এগুলো তার জন্য অনেক—কারণ নিজের গাছের ফলন আনন্দ দেয়।

৫) প্রশ্ন: মিমির আসল বাড়ির পরিবেশ কেমন?
উত্তর: তার মূল বাড়িটি গাছপালা, ফুলের গাছ এবং একটি পুকুরে ভরা—প্রকৃতিবান্ধব পরিবেশ।

৬) প্রশ্ন: কলকাতার ফ্ল্যাটে কি একই সুযোগ আছে?
উত্তর: না, জায়গা কম হওয়ায় সেখানে বড় গাছ লাগানোর সুযোগ নেই।

৭) প্রশ্ন: তিনি কীভাবে প্রকৃতির সঙ্গে সময় কাটান?
উত্তর: ছোট গাছ, পোষ্য এবং দৈনন্দিন পরিবেশের সাধারণ মুহূর্তগুলো উপভোগ করেন।

৮) প্রশ্ন: ভিডিওর শেষে কী দেখা গেছে?
উত্তর: তিনি সেই পালং শাক দিয়ে রান্না করার ছবিও ভিডিওর শেষে শেয়ার করেছেন।

৯) প্রশ্ন: নেটিজেনদের প্রতিক্রিয়া কেমন ছিল?
উত্তর: ভিডিও পোস্ট করতেই মন্তব্যে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

১০) প্রশ্ন: নেটিজেনরা তাকে কেন সাধারণ এবং আলাদা বলে প্রশংসা করেছেন?
উত্তর: কারণ তিনি সাদাসিধেভাবে সাধারণ মানুষের মতোই থাকতে পছন্দ করেন—যা তাকে আলাদা করে তোলে।

#Mimi

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক