সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হওয়া শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নতুন দফায় শুরু করার পথে বড় পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শনিবার রাতে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক পদে আবেদনকারী ২০ হাজারেরও বেশি প্রার্থীর একটি প্রাথমিক ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছে কমিশন। আগামী ১৮ নভেম্বর, ২০২৫ থেকে শুরু হবে নথিপত্র যাচাইয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া।
শিক্ষামন্ত্রীর বার্তা: ‘ভরসা রাখুন, ভরসা থাকুক’
এই সিদ্ধান্তকে ইতিবাচক বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি কমিশনকে ধন্যবাদ জানিয়ে জানান, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় সরকার। তাঁর বক্তব্য— “এটি স্বচ্ছতা ও দায়বদ্ধতার দৃষ্টান্ত। যাঁদের ডাক আসেনি, তাঁদের ধৈর্য ধরে কমিশনের ওপর ভরসা রাখার অনুরোধ জানাই।”
তালিকা প্রকাশ হতেই বিতর্ক: আন্দোলনকারীদের ক্ষোভ
যদিও তালিকা প্রকাশের পরই নতুন করে ক্ষোভ দেখা দিয়েছে চাকরিহারাদের একাংশের মধ্যে। অভিযোগ উঠেছে— ২০১৬ সালের প্যানেল বাতিলের পর যাঁরা দীর্ঘদিন আন্দোলনের মুখ ছিলেন, সেসব পরিচিত মুখদের অনেকেরই নাম নেই নতুন ইন্টারভিউ তালিকায়।
আন্দোলনকারীদের প্রশ্ন— “যাঁরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করলেন, তাঁদের ভবিষ্যৎ তবে কোথায়?”
এই পরিস্থিতিতে তাদের একমাত্র ভরসা এখন নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল, যা এখনও প্রকাশিত হয়নি।
নিয়োগের খুঁটিনাটি
শূন্যপদ: ১২,৪৪৫
ইন্টারভিউ অনুপাত: ১:১.৬ (প্রতি ১০ পদের জন্য ১৬ জন)
পরীক্ষার্থী সংখ্যা: ২,২৯,৬০৬
নথি যাচাই শুরু: ১৮ নভেম্বর, ২০২৫
ইন্টারভিউয়ের আগে প্রত্যেক প্রার্থীর যোগ্যতার নথি খতিয়ে দেখা হবে। কমিশনের ওয়েবসাইটে প্রার্থীরা নিজেদের রেজাল্ট ও ইন্টারভিউ স্ট্যাটাস দেখতে পারবেন।
‘অযোগ্যদের’ তালিকা কেন প্রকাশ হয়েছিল?
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে যাতে কোনো ‘অযোগ্য’ প্রার্থী পুনরায় পরীক্ষায় বসতে না পারেন, সেই কারণেই এসএসসি পূর্বেই একটি ‘অযোগ্যদের তালিকা’ প্রকাশ করেছিল। শুধু শিক্ষক নন, বরং শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ হয়েছে। নতুন পরীক্ষার আগে পরপর দু’টি স্তরে যোগ্যতা যাচাই করা হয়েছে।
ডিসেম্বরে শেষ করার লক্ষ্য
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে— ডিসেম্বরের মধ্যেই পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য। তাই দ্রুতগতিতে নথি যাচাই, ইন্টারভিউ এবং প্যানেল তৈরির কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এসএসসি।
শিক্ষক নিয়োগের এই নতুন অধ্যায় আশা জাগালেও, প্রথম সারির আন্দোলনকারীরা বাদ পড়ায় নতুন করে বিতর্কের আগুন জ্বলেছে। এখন নজর ফলাফলের পরবর্তী ধাপে— ইন্টারভিউ শেষে কারা চাকরির চূড়ান্ত তালিকায় স্থান পান, তাই দেখার।
আরও পড়ুন
চলতি মাসেই মন্ধ হবে SBI-এর জনপ্রিয় পরিষেবা mCash, গ্রহক হলে অবশ্যই জানুন SBI-এর পরামর্শ
