হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটির জমকালো অনুষ্ঠানে পরিচালক এসএস রাজামৌলিকে ঘিরে তৈরি হল অন্যরকম বিতর্ক। তাঁর নতুন ছবি ‘বারাণসী’-র ঝলকমুক্তির আয়োজন ছিল শনিবার। দেশ-বিদেশ থেকে উপস্থিত ছিলেন বহু অতিথি, শিল্পী ও অনুরাগী। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে ঝলকটি সঠিকভাবে প্রদর্শিত হচ্ছিল না। এই সুযোগেই আচমকা ঈশ্বরবিশ্বাস নিয়ে নিজের মত প্রকাশ করে আলোচনার কেন্দ্রে চলে আসেন ‘বাহুবলী’ নির্মাতা।
ঝলকমুক্তির সমস্যার প্রসঙ্গ তুলেই রাজামৌলি বলেন, “আমার ঈশ্বরে তেমন বিশ্বাস নেই।” ছোটবেলায় তাঁর বাবা বিজয়েন্দ্র প্রসাদ তাঁকে বলতেন— হনুমানজি নেপথ্যে থেকে সবসময় রক্ষা করবেন। সেই স্মৃতি টেনে এনে প্রশ্ন তোলেন তিনি, “আজ ঝলকমুক্তিতে এত সমস্যা হচ্ছে। তাহলে হনুমানজি কেন সাহায্য করলেন না? এভাবেই কি তিনি দিশা দেখান?”
পরিচালকের দাবি, তাঁর স্ত্রী রমা ঈশ্বরবিশ্বাসী। বাড়িতে হনুমানজিকে কেন্দ্র করে তাঁর স্ত্রীর নানা আচার-অনুষ্ঠান ও কথোপকথন দেখে মাঝে মাঝে তাঁর রাগ হয়। রাজামৌলির ভাষায়, “রমা এমন ভাবে হনুমানজির সঙ্গে কথা বলে যেন তিনি সত্যিই ওর বন্ধু। তখন মনে হয়, এগুলো অতিরিক্ত হয়ে যাচ্ছে।”
হিন্দু পুরাণে ভিত্তিক ছবি বানানোর জন্য পরিচিত রাজামৌলি। ‘বাহুবলী’, ‘আরআরআর’-এর মতো ছবিতে পুরাণকথা তাঁর কল্পনায় নতুন মাত্রা পেয়েছে। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি নাস্তিক—এই তথ্য উঠে আসতেই নেটমাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিচালকের এক অনুরাগী লেখেন, “উনি নাস্তিক হতে পারেন, কিন্তু হনুমানজিকে নিয়ে এমন মন্তব্য করাটা ঠিক হয়নি। খুব হতাশ হলাম।”
তবে বিতর্কের মধ্যেই এগোচ্ছে তাঁর পরবর্তী ছবি ‘বারাণসী’। টাইম ট্রাভেল-ভিত্তিক এই ছবিতে অভিনয় করছেন বলিউড ও দক্ষিণী তারকারা— প্রিয়ঙ্কা চোপড়া, মহেশবাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। ঝলক নিয়ে সমস্যা হলেও ছবির বিষয়বস্তু ইতিমধ্যেই ভক্তদের আগ্রহ বাড়িয়েছে।
ঈশ্বরবিশ্বাস নিয়ে রাজামৌলির সরাসরি মন্তব্যে শুরু হওয়া এই বিতর্ক শেষ পর্যন্ত ছবির প্রচারণাকেই আরও জোরদার করবে কি না—সেদিকেই এখন নজর সিনেমাপ্রেমীদের।
FAQ
১) রাজামৌলি কোথায় এই মন্তব্য করেন?
হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটির এক অনুষ্ঠানে ‘বারাণসী’ ছবির ঝলকমুক্তির সময় তিনি মন্তব্যটি করেন।
২) রাজামৌলি কি ঈশ্বরে বিশ্বাস করেন?
পরিচালক জানান, তিনি ঈশ্বরবিশ্বাসী নন এবং ছোট থেকেই ঈশ্বর নিয়ে সন্দেহ ছিল তাঁর।
৩) বিতর্কের মূল কারণ কী?
হনুমানজিকে কেন্দ্র করে তাঁর মন্তব্য অনেক ভক্তকে ক্ষুব্ধ করেছে। নেটমাধ্যমে অনেকে বলেন, তিনি নাস্তিক হতে পারেন, তবে দেবতা সম্পর্কে এমন মন্তব্য ঠিক হয়নি।
৪) রাজামৌলির স্ত্রী কি ঈশ্বরবিশ্বাসী?
হ্যাঁ, তাঁর স্ত্রী রমা ঈশ্বরে গভীর বিশ্বাসী। তিনি নিয়মিত হনুমানজির সঙ্গে কথাও বলেন বলে দাবি করেন রাজামৌলি।
৫) ‘বারাণসী’ ছবির গল্প কী নিয়ে?
এই ছবিতে থাকছে টাইম ট্রাভেল-এর গল্প। অভিনয় করছেন প্রিয়ঙ্কা চোপড়া, মহেশবাবু এবং পৃথ্বীরাজ সুকুমারন।
#SSRajamouli #BanarasMovie #Controversy
