ট্রাম্পের শুল্ক হ্রাসে ভারতীয় রপ্তানিতে আশার আলো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তে ভারতীয় রপ্তানির জন্য খুলে গেল নতুন সম্ভাবনার দরজা। আগস্ট মাসে আমেরিকা ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার ‘জরিমানা’ হিসেবেই এই শুল্ক ধার্য করা হয় বলে জানানো হয়। বস্ত্র, চামড়া, সামুদ্রিক খাবার, রত্ন থেকে শুরু করে গয়না—বিভিন্ন শিল্প এতে মারাত্মক ক্ষতির মুখে পড়ে।

তবে নভেম্বরের শুরুতেই পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। ট্রাম্প প্রশাসন ঘোষণা করে যে ২০০-র বেশি কৃষি ও কৃষিপণ্যের উপর শুল্ক কমানো বা সম্পূর্ণ বাতিল করা হচ্ছে। এতে ভারতীয় রপ্তানিকারকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

কোন কোন পণ্যে শুল্ক ছাড়?

নতুন সিদ্ধান্তে যেসব ভারতীয় পণ্যে শুল্ক হ্রাস করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—
চা ও কফি
হলুদ, আদা, দারুচিনি, এলাচ, কালো মরিচ, লবঙ্গ, জিরাসহ বিভিন্ন মশলা
কাজু ও নানা ধরণের বাদাম
প্রক্রিয়াজাত খাবার, ফল, ফলের পাল্প ও ফ্রুট জুস

এই তালিকায় স্থান পাওয়ায় ভারতের কৃষি ও কৃষিনির্ভর শিল্পগুলো বিশেষভাবে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

কোন কোন পণ্যে ছাড় নেই?

এখনও সম্পূর্ণ শুল্কের আওতায় রয়ে গেছে—
চিংড়ি
বাসমতি চাল
রত্ন ও গয়না
পোশাক
লেবুজাতীয় ফল ও কলা

অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এই পণ্যগুলো তালিকার বাইরে থাকায় রপ্তানি বৃদ্ধির সুযোগ সীমিতই থাকবে। তবু শুল্ক ছাড়ের সিদ্ধান্তকে তারা ইতিবাচক বার্তা বলেই ব্যাখ্যা করছেন।

কেন এই সিদ্ধান্ত নিলেন ট্রাম্প?

যুক্তরাষ্ট্রে শুল্ক বৃদ্ধির ফলে বহু খাদ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছিল। সাধারণ মানুষের জন্য এই বাড়তি খরচ চাপ সৃষ্টি করছিল। ফলে প্রশাসনের উপর চাপ পড়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার।

ট্রাম্পের সিদ্ধান্ত মূলত—

মার্কিন বাজারে খাদ্যের দাম কমানো,

ভোক্তাদের চাপ কমানো,

এবং আমদানি স্বাভাবিক করতে গৃহীত পদক্ষেপ বলে বিশ্লেষকদের দাবি।

এতে ভারতীয় পণ্যও আবার আমেরিকার বড় বাজারে নিজেদের অবস্থান ফিরিয়ে পাওয়ার সুযোগ পাচ্ছে।

ভারতীয় রপ্তানিতে কী প্রভাব পড়বে?

ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন (FIEO)-এর মতে, এই শুল্ক ছাড়ের ফলে ২.৫ থেকে ৩ বিলিয়ন ডলারের রপ্তানি পুনরুজ্জীবিত হতে পারে। পাশাপাশি চলমান ভারত–আমেরিকা বাণিজ্য চুক্তি আলোচনাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে সংস্থাটির আশা।

আরও পড়ুন
আল-ফালাহ বিশ্ববিদ্যালয় কাণ্ড: জাল স্বীকৃতি, ৪১৫ কোটি টাকা তছরুপে ইডির বিস্ফোরক অভিযোগ

বিশেষজ্ঞদের মতে, ভারতীয় কৃষি পণ্য ও প্রক্রিয়াজাত খাবারের জন্য মার্কিন বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই সিদ্ধান্ত রপ্তানি খাতে নতুন শক্তি জোগাবে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক