বিবাহিত সত্ত্বেও অন্যের সঙ্গে শারীরিক সম্পর্ক! গোবিন্দকে নিয়ে ঠিক কী বললেন স্ত্রী সুনীতা?

দিন কয়েক ধরেই বলিউড অভিনেতা গোবিন্দ এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজাকে ঘিরে তুমুল আলোচনা চলছে। শোনা যাচ্ছে, অভিনেতা নাকি নিজের থেকে অর্ধেক বয়সি এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। শুধু গুঞ্জনই নয়, অতীতেও এ ধরনের খবর কানে এসেছে বলে এক সাক্ষাৎকারে নিজেই জানান সুনীতা। স্বামী-স্ত্রীর সম্পর্কে এমন অবস্থার সৃষ্টি হয়েছিল যে একসময় প্রায় বিবাহবিচ্ছেদের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন তাঁরা।

এমন সময়েই টুইঙ্কল খন্না এবং কাজল বিবাহিত সম্পর্কে ‘শারীরিক প্রতারণা’ নিয়ে তাঁদের মত প্রকাশ করেন। তাঁদের মতে, শারীরিক সম্পর্ক কোনও বড় বিষয় নয়, মানসিক প্রতারণাই বেশি বেদনাদায়ক। টুইঙ্কলের দাবি— “এক রাতের সহবাস নিয়ে মাথা ঘামানোর কিছু নেই।” তবে তাঁর বক্তব্যে একেবারেই সায় দিতে পারেননি অভিনেত্রী জাহ্নবী কপূর। আর সেই সুরেই টুইঙ্কলের মতের তীব্র বিরোধিতা করেন সুনীতা আহুজা।

সুনীতার কথায়,
“আপনি একজনকে ভালবাসেন, তারপর তাঁর সঙ্গেই প্রতারণা করবেন! এ কেমন কথা! আমি আবেগপ্রবণ মানুষ। গোবিন্দকে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালবাসব। আমার সঙ্গে যে কোনও প্রতারণাতেই কষ্ট পাব— সে আমার সন্তান হোক কিংবা গোবিন্দ। প্রতারণা করে মানুষের মন ভেঙে দেওয়া উচিত নয়।”

শুধু তাই নয়, বিবাহিত অবস্থায় অন্যের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়া নিয়ে তিনি সরাসরি বলেন,
“এ সব মোটেও ঠিক নয়। আমাদের বাবা-মা এমন শিক্ষা দেননি। একে বলে ঘোর কলি।”

গোবিন্দের সঙ্গে তাঁর দীর্ঘ দাম্পত্য জীবন বহু উত্থান–পতনের সাক্ষী। তবে ব্যক্তিগত যন্ত্রণা, আঘাত বা বিরক্তি— কোনও কিছুই তাঁকে বৈবাহিক সম্পর্কের প্রতি তাঁর মূল্যবোধ থেকে সরাতে পারেনি। আর সেই জায়গা থেকেই তিনি টুইঙ্কলের বক্তব্যকেই ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।

বলিউডের আড়ালে প্রেম, বিশ্বাস, খোলামেলা মত— সব নিয়েই যখন নতুন প্রজন্মের আলোচনা চলছে, সুনীতার এই মন্তব্য যেন অন্য মাত্রা যোগ করল বিতর্কে।

FAQ

১) প্রশ্ন: গোবিন্দ ও সুনীতা আহুজার বর্তমান বিতর্ক কী নিয়ে?
উত্তর: শোনা যাচ্ছে, গোবিন্দ নাকি নিজের থেকে অর্ধেক বয়সি এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এই গুঞ্জনেই উত্তাল সোশ্যাল মিডিয়া। অতীতেও এমন খবর সুনীতার কানে এসেছে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন
বিবাহিত সত্ত্বেও অন্যের সঙ্গে শারীরিক সম্পর্ক! গোবিন্দকে নিয়ে ঠিক কী বললেন স্ত্রী সুনীতা?

২) প্রশ্ন: ‘শারীরিক প্রতারণা’ নিয়ে টুইঙ্কল খন্না কী মত দেন?
উত্তর: টুইঙ্কলের মতে, এক রাতের শারীরিক সম্পর্ক কোনও বড় বিষয় নয়। তাঁর মতে মানসিক প্রতারণাই বেশি ক্ষতিকর ও যন্ত্রণাদায়ক।

৩) প্রশ্ন: টুইঙ্কলের বক্তব্যে সুনীতা আহুজা কেন আপত্তি তুলেছেন?
উত্তর: সুনীতার মতে, ভালোবেসে কাউকে জীবনে বেছে নিয়ে পরে তার সঙ্গে প্রতারণা করা একেবারেই অগ্রহণযোগ্য। তিনি বলেন, শারীরিক প্রতারণাও তাঁকে গভীরভাবে কষ্ট দেয় এবং বাবা-মার শিক্ষায় এমন আচরণকে তিনি মেনে নিতে পারেন না।

৪) প্রশ্ন: বিবাহিত অবস্থায় শারীরিক সম্পর্কে জড়ানো বিষয়ে সুনীতার অবস্থান কী?
উত্তর: সুনীতা এই আচরণকে সরাসরি ভুল বলে উল্লেখ করেন। তাঁর কথায়, এ ধরনের প্রতারণা ‘ঘোর কলি’র লক্ষণ এবং এটি কখনোই গ্রহণযোগ্য নয়।

৫) প্রশ্ন: দীর্ঘ দাম্পত্য জীবনে কোন মূল্যবোধ ধরে রেখেছেন সুনীতা?
উত্তর: নানা আঘাত, বিরক্তি এবং সমস্যার মধ্যেও সুনীতা কখনো বৈবাহিক সম্পর্কের প্রতি নিজের বিশ্বাস ও মূল্যবোধ থেকে সরে যাননি। তিনি গোবিন্দকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালবাসবেন বলেও সাক্ষাৎকারে উল্লেখ করেছেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক