দেশের জনপ্রিয় মোটরবাইক ব্র্যান্ড বাজাজ পালসার আবারও বড় চমক নিয়ে হাজির হতে চলেছে। বাজাজ অটো ইতিমধ্যেই অফিসিয়াল ভাবে জানিয়ে দিয়েছে, আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই লঞ্চ হবে পালসারের নতুন ভেরিয়েন্ট। এই খবর প্রকাশ্যে আসতেই বাইকপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস বেড়েছে বহু গুণ। বিশেষ করে নতুন রাইডারদের জন্য এই লাইন-আপ হতে চলেছে আরও আকর্ষণীয় ও আধুনিক।
নতুন পালসার নিয়ে উত্তেজনা তুঙ্গে
বাজাজ অটো জানিয়েছে, 125cc-এর ওপরে মোটরসাইকেলের চাহিদা দ্রুত বাড়ছে। বিশেষ করে গত উৎসবের মরসুমে 150cc-এর উপরের পালসার মডেলগুলির বিক্রি নজরকাড়া ছিল। ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে কোম্পানি ঠিক করেছে, নতুন অর্থবর্ষেই লঞ্চ করা হবে আরও স্পোর্টি ডিজাইন ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন পালসার মডেল।
যদিও বাজাজ এখনও মডেলের নাম বা নির্দিষ্ট ভেরিয়েন্ট প্রকাশ করেনি, তবু জানিয়েছে—নতুন বাইকগুলির ইঞ্জিন 125cc থেকে 250cc রেঞ্জের মধ্যেই থাকবে। পাশাপাশি ডিজাইন হবে আরও স্টাইলিশ, তরুণ প্রজন্মের মন ভোলানোর মতো। ফিচারেও যোগ হবে আধুনিক আপডেট, যা সরাসরি প্রতিযোগিতায় টক্কর দেবে অন্যান্য কোম্পানিকে।
বাজার প্রতিযোগিতা টিকিয়ে রাখতে বাজেট-বন্ধু দাম
এমন এক সময়ে বাজাজ নতুন মডেল আনছে, যখন মোটরবাইকের দামের উপর জিএসটি পরিবর্তনের প্রভাব স্পষ্ট। সম্প্রতি 350cc-এর নিচের বাইকে জিএসটি কমেছে, ফলে সাধারণ ক্রেতারা দামের দিক থেকে কিছুটা স্বস্তি পাচ্ছেন। অন্যদিকে 350cc-এর উপরের বাইকগুলির জিএসটি বেড়ে পৌঁছেছে ৪০%-এ।
এই পরিস্থিতিতে KTM 390, Triumph 400 এবং Bajaj Dominar-এর দাম বাড়ার কথা থাকলেও বাজাজ নিজের মুনাফা কমিয়ে সেই বাড়তি চাপ গ্রাহকদের উপর ফেলতে চায়নি। তাই দাম প্রায় আগের মতোই রাখা হয়েছে।
KTM ও Triumph-এর সঙ্গে যৌথ উদ্যোগ
বাজাজ অটো আরও জানিয়েছে, KTM ও Triumph-এর সঙ্গে যৌথভাবে এমন কিছু নতুন মডেল তৈরি করা হচ্ছে, যা 350cc-এর নিচে থাকবে। এতে ক্রেতারা কম জিএসটির সুবিধা পাবেন, আর প্রিমিয়াম সেগমেন্টের বাইকের দামও তুলনামূলকভাবে কম রাখা যাবে। বিশেষজ্ঞদের মতে, এতে ভবিষ্যতে প্রিমিয়াম বাইকের বাজার আরও বড় হতে পারে।
এখন অপেক্ষা শুধু কয়েক মাসের
নতুন পালসার সিরিজ সবসময়ের মতোই গ্রাহকদের প্রত্যাশা বাড়িয়েছে। স্টাইল, ক্ষমতা, প্রযুক্তি আর দামের সমন্বয়ে বাজাজ এবার আবারও বাজারে নিজেদের শক্ত অবস্থান আরও মজবুত করতে চাইছে। এখন সবাই তাকিয়ে আছে আগামী কয়েক মাসের দিকে—কী চমক নিয়ে হাজির হবে নতুন পালসার, সেটাই দেখার।
আরও পড়ুন
দক্ষিণ ২৪ পরগনায় ‘আমাদের পাড়া’ প্রকল্পে ৪০ হাজার কাজ
