Subhasree: নিজের সম্পূর্ণ পৃথিবীকে বাহুডোরে বেঁধে রেখেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। তারই এক ঝলক তুলে ধরলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। হয়তো বুঝে গিয়েছেন কাদের সম্পর্কে কথা বলেছেন তিনি। তার কাছে গোটা পৃথিবী হলো তার একমাত্র পুত্র ও একমাত্র কন্যা, ইউভান-ইয়ালিনী।
কাজের যতই ব্যস্ততা থাকুক না কেন সংসারের জন্য সময় দিতে কখনোই ভোলেন না অভিনেত্রী। কখনোই আপোষ করেন না নিজস্ব খুশির সাথে। তারই কয়েক মুহূর্ত তিনি ভাগ করে নিয়েছেন সকলের সাথে। কাজের ব্যস্ততা একটু কমলেই বেরিয়ে পড়েন এদিক-ওদিক ঘুরতে। সেরকমই কোথাও ঘুরতে গিয়েছিলেন তিনি।
গাড়ির সামনের সিটে বসে দুই ছেলেমেয়েকে কোলে জড়িয়ে রেখেছেন আর ক্যাপশনে লিখে দিয়েছেন, ‘আমার সম্পূর্ণ পৃথিবী।’ দুইজনকে সমান ভালোবাসেন অভিনেত্রী কখনোই কাছছাড়া করেন না তাদের। কোথাও শ্যুটিংয়ে গেলেও সঙ্গে সঙ্গে নিয়ে যান তাদের। কাজের পাশাপাশি কীভাবে পরিবারের সাথে সময় কাটাতে হয় তা বেশ ভালোমতোই জানেন।
পোস্ট করতেই এই ছবিগুলি নিমেষে ভাইরাল। ভক্তরা বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন তাকে। অনেকে বলছেন, ‘ভীষণ মিষ্টি লাগছে তার দুই ছেলেমেয়েকে দেখতে।’ এছাড়াও অন্যান্য প্রশংসাসূচক মন্তব্য করেছেন নেটিজেনরা। সবমিলিয়ে এই ছবির মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন তিনি।
উল্লেখ্য, কিছুদিন আগেই শেষ করেছেন কৌশিক গাঙ্গুলী পরিচালিত নতুন সিনেমা ‘ওয়েটিং রুম’এর শ্যুটিং। ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সিনেমার শ্যুটিং হয়েছে। খুব সম্ভবত কোনো প্রতিশোধমূলক কাহিনী ফুটে উঠবে সেখানে। এক শক্তিশালী নারী চরিত্রে আরো একবার নিজেকে তুলে ধরবেন অভিনেত্রী।
#Subhasree
