বিয়ের বাজার হু হু বাড়ছে সোনারা দাম!

ভারতের সোনার বাজারে দামের ওঠানামা এখন রোজকার ঘটনা। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, ডলার সূচক, আমদানি শুল্কসহ নানান কারণে দেশের বিভিন্ন শহরে প্রতিদিনই বদল হচ্ছে হলুদ ধাতুর দাম। গত কয়েক মাস ধরে সোনার দাম লাখের ঘরে স্থির থাকলেও মাঝেমধ্যে সামান্য পতন দেখা গেছে। তবে সেই পতন বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে পারেনি। এর মধ্যেই আজ ফের বেড়েছে সোনার দাম, যার প্রভাব পড়েছে কলকাতা থেকে মুম্বই, দিল্লি, চেন্নাই-সহ বিভিন্ন মহানগরে।

কলকাতায় সোনার দাম বৃদ্ধি

Gold
Gold

রাজধানী কলকাতায় আজ ২২ ক্যারেট সোনার দাম বেড়ে প্রতি গ্রাম ১২,৭৯১ টাকা হয়েছে, যা গতকাল ছিল ১২,৭০৪ টাকা। অর্থাৎ ৮৭ টাকার বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
২৪ ক্যারেট সোনার দাম আজ প্রতি গ্রাম ১০,০১৫ টাকা, যেখানে গতকাল ছিল ১০,০৭৫ টাকা। যদিও এখানে সামান্য পতন লক্ষ্য করা গেছে।

চেন্নাইয়ে সোনার দামে স্থিতিশীল বৃদ্ধি

gold price
gold price

চেন্নাইয়ে আজ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১১,৮০০ টাকা এবং ২৪ ক্যারেটের দাম ১২,৮৭৩ টাকা। দক্ষিণ ভারতের অন্যতম বৃহৎ স্বর্ণবাজার হওয়ায় এখানকার দামের পরিবর্তন ক্রেতাদের বড়ভাবে প্রভাবিত করে।

মুম্বইয়ে দামের ঊর্ধ্বগতি অপরিবর্তিত

গয়না gold
গয়না gold

দেশের আর্থিক রাজধানী মুম্বইতেও আজ সোনার দাম ঊর্ধ্বমুখী। ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১১,৭২৫ টাকা এবং ২৪ ক্যারেট ১২,৭৯১ টাকা। দেশের অন্যতম বড় বুলিয়ন মার্কেট হিসেবে মুম্বইয়ের সোনার দামের প্রভাব অন্যান্য রাজ্যেও পড়ে থাকে।

দিল্লিতে সোনার মূল্য সামান্য উচ্চে

gold
gold

দিল্লিতে আজ ২২ ক্যারেট সোনার দাম ১১,৭৪০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১২,৮০৬ টাকা। রাজধানীর বাজারে সোনার দামের এই পরিবর্তন শীতের মরসুমে বিবাহের কেনাকাটায় প্রভাব ফেলতে পারে।

বেঙ্গালুরু, আমেদাবাদ ও কেরলে একই দাম

Gold
Gold

বেঙ্গালুরু, আমেদাবাদ এবং কেরলে আজ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১১,৭২৫ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১২,৭৯১ টাকা। দক্ষিণ এবং পশ্চিম ভারতের এই তিন শহরে একই দামে স্থিতিশীলতা লক্ষ্য করা গেছে।

সামগ্রিক বিশ্লেষণ

Gold
Gold

সোনার দামের এই ধারাবাহিক পরিবর্তন বাজারের অস্থিরতারই প্রতিফলন। বিয়ের মরসুম শুরু হওয়ায় স্বর্ণের চাহিদা আরও বাড়তে পারে, ফলে দামে আবারও ঊর্ধ্বগতি দেখা দিতে পারে। আগামী সপ্তাহে আন্তর্জাতিক বাজারের দিকেই নজর থাকবে ক্রেতা ও ব্যবসায়ীদের।

আরও পড়ুন,
২০২৬-এ সোনার দাম কোথায় যাবে? ফেডের সুদনীতি ও বাজার বিশ্লেষণে বড় পূর্বাভাস

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক