‘মিলন হবে কতদিনে’–র বিশেষ চরিত্রে কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ

টেলিভিশনের পর্দায় আবারও ফিরছেন কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। গত এপ্রিল মাসে ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকে রাগিনী চ্যাটার্জি চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দিয়েছিলেন তিনি। তবে সেই শো থেকে মাত্র এক মাসের মধ্যেই বিদায় ঘোষণা করেন শ্রীময়ী। এরপর থেকেই তাঁর পরবর্তী কাজ নিয়ে টেলিভিশন দুনিয়ার অন্দরমহলে কৌতূহল তৈরি হয়েছিল। অবশেষে মিলল নতুন খব׀ শ্রীময়ী শিগগিরই দেখা দেবেন ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিকে একটি বিশেষ চরিত্রে।

যদিও শ্রীময়ী নিজে এখনও পর্যন্ত তাঁর নতুন চরিত্র বা যোগদানের প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবু শিল্পী মহলে জোর গুঞ্জন যে এই নতুন ধারাবাহিকেই তাঁকে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। ‘বুলেট সরোজিনী’র পর শ্রীময়ীর প্রত্যাবর্তন যে বেশ নজর কাড়বে, তা বলাই যায়।

ইতিমধ্যেই জানা গিয়েছে, জনপ্রিয় ‘গাঁটছড়া’ জুটি গৌরব-শোলাঙ্কি এই ধারাবাহিকের মাধ্যমে ফিরছেন ছোটপর্দায়। শোলাঙ্কি অভিনয় করছেন ‘এলা’, যিনি প্রাণোচ্ছ্বল, হাসিখুশি ও সম্পর্কনির্ভর এক চরিত্র। অপরদিকে গৌরবের চরিত্র ‘গোরা’, যিনি একেবারেই সম্পর্ক বা ভালোবাসায় বিশ্বাসী নন—কঠিন স্বভাবের, আবেগ লুকিয়ে চলা মানুষ। দুই মেরুর এই দুই চরিত্র কীভাবে কাছাকাছি আসবে, সেটাই ‘মিলন হবে কতদিনে’-র মূল গল্প।

এই দু’জনের গল্পে শ্রীময়ীর চরিত্র ঠিক কোথায় যুক্ত হবে, তা এখনো রহস্যাবৃত। দর্শকমহলে তাই কৌতূহল আরও বেড়েছে—তিনি কি নতুন পরিবর্তন আনবেন গল্পে? নাকি থাকবেন বিশেষ কোনও মোড়ের কেন্দ্রবিন্দুতে? সব প্রশ্নের উত্তর মিলবে খুব শিগগির।

নতুন ধারাবাহিক আগামী ১ জানুয়ারি থেকে রাত ৯:৩০টায় সম্প্রচারিত হবে। ইতিমধ্যে প্রকাশিত প্রোমোতে দর্শকদের উন্মাদনা বাড়িয়েছে গৌরব-শোলাঙ্কির কামব্যাক। অন্যদিকে, এই ধারাবাহিক শুরু হওয়ার সঙ্গে শেষ হবে দীর্ঘদিনের জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোয়া’।

সব মিলিয়ে বছরের শুরুতেই দর্শকদের জন্য এক নতুন চমক—আর তারই কেন্দ্রে থাকছেন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। নতুন ধারাবাহিকে তাঁকে কোন চরিত্রে দেখা যাবে, সেই অপেক্ষায় এখন সকলেই।

আরও পড়ুন,
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে দিতিপ্রিয়ার জায়গায় নতুন মুখ ‘অপর্ণা’! কে তিনি? জানুন আসল পরিচয়

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক