Rukmini Maitra: ২৮ শে নভেম্বর মুক্তি পেতে চলেছে রুক্মিণী মৈত্রর (Rukmini) নতুন সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’। তার আগে জগন্নাথদেবের আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছিলেন দীঘা মন্দিরে। সেখান থেকে পোস্ট করেছেন একাধিক ছবি। অনেকেই জানেন বর্তমানে টলিউডের কোনো সিনেমা মুক্তির আগের কলাকুশলীদের বিভিন্ন মন্দিরে দেখা যায়।
পুরীর জগন্নাথ মন্দির হোক বা দীঘার জগন্নাথ মন্দির, অন্যদিকে নৈহাটি বড়মার মন্দিরেও আশীর্বাদ নিতে পৌঁছে যান সকলে। বেশিরভাগ তারকাদের ক্ষেত্রেই এখন এই বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। সেরকমই এবার অভিনেত্রী পৌঁছে গিয়েছিলেন দীঘা। সেখানে গিয়ে প্রার্থনা করেছেন নিজের সিনেমার জন্য।
এদিন বেশ কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আগামীকাল আমাদের সিনেমা হাঁটি হাঁটি পা পা শুভমুক্তির আগে আমার টীমের সাথে প্রভুর আশীর্বাদ নিতে দীঘার জগন্নাথ মন্দিরে। জয় জগন্নাথ!’ যা দেখার পর তাদের শুভকামনা জানিয়েছেন ভক্তরা।
প্রত্যেকেই বলেছেন ট্রেলার দেখার পর তাদের ভীষণ ভালো লেগেছে তাই এই সিনেমা যে সুপারহিট হবে, তা নিয়ে কোনো প্রশ্ন নেই। উল্লেখ্য, ‘হাঁটি হাঁটি পা পা’ মূলত এক বাবা ও মেয়ের খুনসুটি, মান-অভিমান এবং দায়িত্বপরায়ণতার সিনেমা। যেখানে তার বাবার ভূমিকায় দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তীকে।
ট্রেলারে দেখা যায় চিরঞ্জিত একজন নিঃসঙ্গ পিতা, বহুদিন আগেই তাকে ছেড়ে স্ত্রী চলে গিয়েছেন। একমাত্র কন্যা রুক্মিণীর সাথে রাতদিন খুনসুটি, মান-অভিমান লেগেই থাকে। এই পরিস্থিতিতে বাবার জীবনে প্রবেশ হয় এক নারীর। তবে এ বিষয়টিকে কিছুতেই মেনে নিতে পারে না তার কন্যা। শেষ অব্দি সম্পর্কের টানাপোড়েন তাদের কোথায় নিয়ে যায় সেই গল্পই বলবে এই সিনেমা।
আরও পড়ুন,
Tanushree: বিদেশের মাটিতে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তনুশ্রী, জেনে নিন পাত্রের পরিচয়
#HaatiHaatiPaaPaa #Rukmini #Chiranjit
