অনুষ্কা শেঠির প্রেম-স্বীকারোক্তি: ষষ্ঠ শ্রেণির সেই মুহূর্তেই ‘হ্যাঁ’, এতদিনে খোলসা করলেন অভিনেত্রী

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শেঠি তাঁর প্রতিভা, সৌন্দর্য এবং কাজের প্রতি নিষ্ঠা দিয়ে লক্ষ লক্ষ দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। রজনীকান্ত থেকে প্রভাস— বহু সুপারস্টারের সঙ্গে অভিনয় করে তিনি বারবার প্রমাণ করেছেন নিজের দক্ষতা। তবু একটি প্রশ্ন বরাবরই তাঁর ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িয়ে থেকেছে— এত সফল হয়েও তিনি কেন এখনও বিয়ে করছেন না? এই রহস্য নিয়েই বছর বছর জল্পনা তৈরি হয় ভক্তদের মধ্যে।

২০০৫ সালে তেলুগু ছবি ‘সুপার’–এর মাধ্যমে বড় পর্দায় পা রাখেন অনুষ্কা। তারপর ‘রেন্দু’, ‘লিঙ্গা’, ‘ভেত্তাইকরণ’, ‘সিংহম’, ‘অরুন্ধতী’— একের পর এক সফল ছবিতে অভিনয় করে তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেত্রী হয়ে ওঠেন। ‘ইঞ্জি ইদুপ্পাঝাগি’–তে চরিত্রের প্রয়োজনে ওজন বাড়িয়ে অভিনয় করে সাহসিকতার পরিচয় দেন, যদিও ছবিটি ব্যবসায়িক সাফল্য পায়নি।

৪৩ বছর বয়সী অনুষ্কা শেঠিকে ঘিরে বছরের পর বছর ধরে গুঞ্জন ছিল যে তিনি নাকি অভিনেতা প্রভাসকে বিয়ে করতে চলেছেন। বাহুবলী–র জুটি হিসেবে তাঁদের রসায়ন দর্শকদের মন জয় করলেও অভিনেত্রী সবসময় সেই গুঞ্জনকে বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ বলে উল্লেখ করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন এবং প্রথম প্রেম অনুভূতি নিয়ে মুখ খুলেছেন অনুষ্কা। জীবনের প্রথম প্রেমপ্রস্তাব পেয়েছিলেন ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময়— এমনই চমকপ্রদ তথ্য শেয়ার করেছেন তিনি।

অভিনেত্রীর কথায়,
“আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। সেই সময় এক ছেলে এসে বলল— ‘আমি তোমাকে ভালবাসি’। তখন প্রেমের অর্থই জানতাম না। কিন্তু ও যখন বলল, আমি শুধু বলেছিলাম— ‘ঠিক আছে’।”

এই সহজ-সরল স্বীকারোক্তি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তোলপাড়। ভক্তরা যেমন মুগ্ধ অনুষ্কার নির্লিপ্ত স্বীকারোক্তিতে, তেমনই আবার নতুন করে শুরু হয়েছে আলোচনা— তবে কি অনুষ্কা শিগগিরই নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করবেন? যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি অভিনেত্রী।

তবে একটি বিষয় পরিষ্কার— অনুষ্কা শেঠির জীবনের প্রথম প্রেম অনুভূতি ছিল অত্যন্ত সরল, নির্মল এবং মিষ্টি। আর সেই স্মৃতিই আজও অভিনেত্রীকে হাসিয়ে রাখে।

আরও পড়ুন,
ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানাতে হেমা মালিনীর আলাদা প্রার্থনা সভা, কোন কোন তারকা ছিলেন উপস্থিত?

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক