বলিউডের ‘গেরুয়া’ কিংবা টলিউডের সুপারহিট গান ‘কিশোরী কিশোরী’— দুটোরই সুরে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা অন্তরা মিত্র। বহুদিন ধরেই তাঁর ব্যক্তিগত জীবন ছিল গোপনীয়তার আবরণে ঢাকা। তবে আর রাখঢাক নয়—শেষমেশ নিজের বিয়ের ছবিই প্রকাশ্যে আনলেন তিনি। আর সেই পোস্টের মাধ্যমেই ভক্তদের জানিয়ে দিলেন জীবনের নতুন অধ্যায়ের শুরু হওয়ার কথা।
ইনস্টাগ্রামে প্রকাশিত সেই ছবিতে অন্তরা লিখেছেন—
“Me and Saurya ❤️ From here to wherever life takes us… ‘Together’ is the only promise. We are Married ❤️”
অর্থাৎ নিজেদের যাত্রা এখান থেকেই শুরু, এবং ভবিষ্যতে যেখানেই জীবন নিয়ে যাক—একসঙ্গেই পথচলার অঙ্গীকার করলেন তাঁরা।
বিবাহ-আয়োজনে গোপনীয়তার কড়া নজর

মঙ্গলবার থেকেই শুরু হয়েছিল বিয়ের অনুষ্ঠান। প্রথম দিন ছিল আইবুড়োভাত। এরপর বাইপাস সংলগ্ন একটি বিলাসবহুল হোটেলে বসে মূল বিয়ের আসর। তবে পুরো অনুষ্ঠানই হয়েছিল পরিবারের সদস্য এবং অতি ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে। কারণ, অন্তরার ইচ্ছে ছিল তাঁর বিয়ে নিয়ে অতিরিক্ত প্রচার বা আলোচনার ঝড় তুলতে না দেওয়া। তাই আয়োজনে ছিল কঠোর গোপনীয়তা।
শৌর্য কোন পেশার?
অন্তরার স্বামী শৌর্য সঙ্গীত জগতের মানুষ নন। তিনি অন্য পেশার সঙ্গে যুক্ত, সম্ভবত তথ্যপ্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত। বর্তমানে বেঙ্গালুরুর বাসিন্দা। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পরই বিয়ের সিদ্ধান্ত নেন এই জুটি। তাঁদের সম্পর্ক নিয়ে বিনোদন মহলে আগেও গুঞ্জন শোনা গেলেও কখনও প্রকাশ্যে কিছু বলেননি অন্তরা।
মসলন্দপুর থেকে বলিউড—অন্তরার যাত্রা
মসলন্দপুরের মেয়ে অন্তরা মিত্র প্রথম বড় মঞ্চ পান ‘ইন্ডিয়ান আইডল’ রিয়ালিটি শোয়ের মাধ্যমে। যদিও সে আসরে তিনি জয়ী হননি, কিন্তু সেখান থেকেই শুরু হয় তাঁর প্রকৃত সঙ্গীতজীবন। ধীরে ধীরে বলিউড, টলিউড— দুই শিল্পেই নিজের জায়গা পাকা করেন তিনি।
শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে’ ছবিতে ‘গেরুয়া’ গানের মধুর কণ্ঠ হোক বা বাংলা ছবিতে দেব অভিনীত ‘খাদান’-এর ‘কিশোরী কিশোরী’— দর্শক-শ্রোতারা তাঁর গানের জাদু বহুবার উপভোগ করেছেন।
বর্তমান ব্যস্ততা
এখন অন্তরা ‘সা রে গা মা পা’-র বিচারকের আসনে ব্যস্ত। বিয়ের পর শোনা যাচ্ছে, শীঘ্রই নবদম্পতি মধুচন্দ্রিমায় পাড়ি দেবেন। এরপর দেশে ফিরে হবে রিসেপশনের অনুষ্ঠান। সব আয়োজন সেরে আবার নতুন উদ্যমে কাজে ফিরবেন জনপ্রিয় এই গায়িকা।

বিয়ে, নতুন জীবন আর নতুন প্রতিশ্রুতির আনন্দে আপাতত উজ্জ্বল অন্তরা মিত্র। ভক্তরাও শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর নতুন পথচলার জন্য।
