শীতের মরশুমে পাহাড়মুখী পর্যটকদের জন্য বড় সুখবর। বাগডোগরা বিমানবন্দর থেকে সিকিমের রাজধানী গ্যাংটক পর্যন্ত যাতায়াতের অন্যতম জনপ্রিয় পরিবহণ—কমল হেলিকপ্টার পরিষেবার ভাড়া উল্লেখযোগ্য হারে কমিয়ে দিল সিকিম ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (STDC)। বৃহস্পতিবার, ২৭ নভেম্বর জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, অবিলম্বে কার্যকর হওয়া এই নতুন ভাড়ার ফলে পর্যটকদের যাতায়াতে সুবিধা বাড়বে।

আগে এই রুটে হেলিকপ্টারের ভাড়া ছিল ৪৫০০ টাকা (৪,৫০০-এর কাছাকাছি)। তা কমিয়ে রাখা হয়েছে ৩১০০ টাকা। ফলে প্রায় ১,৪০০ টাকারও বেশি কমে গেল একমুখী যাত্রার খরচ। পাহাড়ি অঞ্চলে সময় বাঁচিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে আগ্রহী পর্যটকদের জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত কার্যকরী বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
নতুন ব্যাগেজ নীতি

STDC-র নির্দেশিকা অনুযায়ী যাত্রীদের জন্য নতুন ব্যাগেজ নিয়মও বেঁধে দেওয়া হয়েছে—
* প্রথম ৭ কেজি ব্যাগেজ সম্পূর্ণ বিনামূল্যে।
* ব্যাগের ওজন ৮–১৫ কেজির মধ্যে হলে অতিরিক্ত ৫০ টাকা দিতে হবে।
* ১৫ কেজির বেশি হলে যাত্রীপিছু ৫০০ টাকা চার্জ ধার্য করা হবে।
* অতিরিক্ত ব্যাগ নেওয়া সম্পূর্ণ নির্ভর করবে হেলিকপ্টারে জায়গা থাকা না থাকার উপর।
জয়রাইড ও চার্টার ভাড়া অপরিবর্তিত
গ্যাংটক জয়রাইড এবং চার্টার হেলিকপ্টারের ভাড়ায় পরিবর্তন করা হয়নি। ফলে নিয়মিত পর্যটন কার্যক্রম পূর্বের মতোই চলবে।
পর্যটন মহলে সন্তোষ
পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ইতিমধ্যেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
‘হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্ক’-এর সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল জানান, ভাড়া কমায় পর্যটকদের আর্থিক চাপ কমবে। তাঁর কথায়, “অনেকে অভিজ্ঞতার জন্য এবং সময় বাঁচাতে হেলিকপ্টারে চড়েন। ভাড়া বেশি হলে অনেক পর্যটক পিছিয়ে যান। নতুন ভাড়া অনেককে উৎসাহিত করবে।”
হেলিকপ্টারের আসনসংখ্যা
কমল হেলিকপ্টারে মোট ১৬টি আসন থাকলেও প্রতিদিন প্রতিটি ট্রিপে গড়ে ৮–১০ জন যাত্রী ওঠেন। নতুন ভাড়া কার্যকর হলে যাত্রীসংখ্যা আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে।
পর্যটনের সম্ভাবনা বাড়ছে
বাগডোগরা বিমানবন্দর থেকে গ্যাংটক পৌঁছাতে সাধারণত সড়কপথে ৪–৫ ঘণ্টা সময় লাগে। হেলিকপ্টারে সেই পথ মাত্র ২০ মিনিটে অতিক্রম করা যায়। তাই শীতের ভিড়ের মরশুমে দ্রুত ও আরামদায়ক যাতায়াতের জন্য হেলিকপ্টারের চাহিদা বাড়ার সম্ভাবনা প্রবল। নতুন ভাড়া সেই প্রবণতাকে আরও বাড়িয়ে দেবে বলে আশা করছে পর্যটন দফতর।
আরও পড়ুন,
মানসিক নিপীড়ন: লক্ষণ চেনেন, প্রাথমিক স্তরে বুঝুন
সারসংক্ষেপ: কমল হেলিকপ্টারের ভাড়া কমানোয় বাগডোগরা–সিকিম রুটে যাতায়াত আরও সাশ্রয়ী ও সুবিধাজনক হলো। পর্যটন শিল্পে এর বড় ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে।