SIR আপডেটে কঠোর কমিশন: পৃথক ডিক্লারেশন সই করবেন BLO–BLA, ভুলে শাস্তির নির্দেশ

রাজ্যের এসআইআর (Summary Revision) প্রক্রিয়ায় আরও কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। প্রতিদিন মৃত, ডুপ্লিকেট, স্থানান্তরিত এবং অনুপস্থিত ভোটারদের তথ্য আপডেট দেওয়া হলেও, এবার প্রথমবারের মতো BLO সুপারভাইজার, BLO এবং BLA-দের জন্য পৃথক ঘোষণাপত্র বা ‘ডিক্লারেশন’ বাধ্যতামূলক করা হলো। কমিশনের স্পষ্ট নির্দেশ—এই ঘোষণাপত্রে সই মানেই দায়িত্ব স্বীকার। কোনও তথ্য ভুল হলে তার দায় সরাসরি সংশ্লিষ্ট কর্মীদের ওপর বর্তাবে, এমনই কড়া বার্তা দেওয়া হয়েছে।

পৃথক ঘোষণাপত্রের ব্যবস্থা

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার এবং খুঁজে না পাওয়া ভোটারদের তথ্য এ বার আলাদা আলাদা ঘোষণাপত্রে দিতে হবে। সংশ্লিষ্ট ফর্মে সুনির্দিষ্ট সংখ্যাসহ রিপোর্ট লিখে সই করতে হবে BLO সুপারভাইজার, BLO এবং BLA-দের।

কমিশন জানিয়েছে, একটি যৌথ মিটিং করে রেজুলিউশন নিতে হবে। সেখানে উল্লেখ করতে হবে—
* কতজন মৃত ভোটার পাওয়া গেছে
* কতজন স্থায়ীভাবে অন্যত্র গিয়েছেন
* কতজন অনুপস্থিত
* কতজনের ফর্ম সংগ্রহ করা যায়নি
এই রিপোর্ট কার্যত একটি হলফনামার সমতুল্য হবে। ফলে তথ্য দিতে গাফিলতি হলে সম্প্রসারিত হবে শাস্তিমূলক ব্যবস্থা।

অভিযোগ—BLO-দের ওপর দায় চাপাচ্ছে কমিশন

BLO-দের একাংশের অভিযোগ, কমিশন দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছে তাঁদের ওপর। সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী BLO-দের রাজনৈতিক দলের প্রতিনিধি তথা BLA-দের সঙ্গে বৈঠক করে চারটি ডিক্লারেশন জমা দিতে হবে। সেখানে লিখতে হবে যে BLO অ্যাপে যেসব তথ্য আপলোড করা হয়েছে, তা সম্পূর্ণ সঠিক।

অনেকে মনে করছেন—ভুল তথ্যের দায় নিজেদের ঘাড়ে নেওয়ার চাপ তৈরি হচ্ছে, যা মাঠপর্যায়ের কর্মীদের জন্য বাড়তি উদ্বেগের।

সংখ্যায় কী বলছে সিইও দফতর?

সিইও অফিস জানিয়েছে—
৯৮.২১% ফর্ম ডিজিটাইজড
২৩ লক্ষের বেশি মৃত ভোটার শনাক্ত
অনুপস্থিত বা খুঁজে না পাওয়া ভোটার: ৮ লক্ষ+
স্থায়ীভাবে স্থানান্তরিত: ১৭.৫ লক্ষের বেশি
ডুপ্লিকেট ভোটার: ১.২ লক্ষের বেশি
আন-কালেক্টেবল ফর্ম: ৫০,২২,৪১০
‘আন-কালেক্টেবল’ বিভাগের অন্তর্ভুক্ত ভোটারদের মধ্যে রয়েছেন—মৃত, অনুপস্থিত, স্থায়ীভাবে সরে যাওয়া, আগেই এনরোল থাকা এবং অন্যান্য শ্রেণির ভোটার।

আরও পড়ুন
মাত্র ১ টাকায় ১০ একর জমি! কীভাবে আবেদন করবেন?— সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া

তবে কমিশনের বক্তব্য, বেশ কয়েকটি জেলা এখনও এই তথ্য সঠিকভাবে আপলোড করা শুরু করেনি। ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। এই অনিয়ম নিয়েই অসন্তোষ প্রকাশ করেছেন স্পেশ্যাল অবজার্ভার সুব্রত গুপ্ত।

আরও পড়ুন
SIR: খসড়ায় ৫৫ লক্ষ নাম উধাও! কেন এত ভোটারের নাম বাদ?

‘প্রোজেনি ম্যাপিং’য়ে কড়া নজর

কমিশন ‘প্রোজেনি ম্যাপিং’ প্রক্রিয়ায়ও বিশেষ সতর্ক। নিয়ম অনুযায়ী—যদি কোনও ভোটারের নাম ২০০২ সালের ভোটার তালিকায় না থাকে, তবে সে নিজের বাবা/ঠাকুরদার নাম ব্যবহার করে আবেদন করলে তা প্রোজেনি ম্যাপিং-এর আওতায় পড়ে।

আরও পড়ুন
ড্রোন থেকে ‘এয়ার-টু-এয়ার’ মিসাইল ছুঁড়ে উড়ন্ত জেট ধ্বংস, আকাশযুদ্ধে ইতিহাস গড়ল তুরস্ক

যেসব বুথে সবচেয়ে বেশি প্রোজেনি ম্যাপিং হয়েছে, সেগুলো পুনরায় খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যেসব বুথে অনলাইন ফর্ম জমা দেওয়ার সংখ্যা বেশি, সেগুলিও বিশেষ স্ক্রুটিনির আওতায় আসবে।

আরও পড়ুন
তারাপীঠ মন্দিরে ‘টাকার খেলা’ বন্ধ, গর্ভগৃহে প্রবেশে নয়া নিয়মে কড়াকড়ি

সংশ্লিষ্ট তথ্য পাওয়ার পর রোল অবজার্ভারদের বিশেষ নজরদারি ও বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন
রেশনে কেরোসিনের দাম বাড়ল: মধ্যবিত্তের বাড়তি বোঝা, ডিলারদের আশঙ্কা চাহিদা আরও কমবে

নতুন নির্দেশ কার্যত মাঠপর্যায়ের BLO এবং BLA-দের ওপর দায়বদ্ধতা বাড়িয়ে দিল। নির্বাচন কমিশনের লক্ষ্য—ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করা। তবে এই কঠোরতার সঙ্গে কর্মীদের আপত্তি এবং চাপ—দুই-ই সমানভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আরও পড়ুন
Indian Railways: ট্রেনের টিকিটে ৭৫% ছাড়? এই দুর্দান্ত অফার কাদের জন্য? জানুন

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক