Sohini: ঝলমলে পোশাকে ঔজ্জ্বল্য ছড়িয়ে দিলেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini)। চোখেমুখে তার আত্মবিশ্বাস যেন ঠিকরে পড়ছে। তাকে দেখার পর এটা স্পষ্ট হয় কোনো কিছুকে তোয়াক্কা করেন না তিনি বরং নিজের মতোন বাঁচতে পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
যেখানে দেখা যায় তার পরনে রয়েছে একটি ঝলমলে পোশাক। যদিও সম্পূর্ণ ছবি তিনি পোস্ট করেননি। মেকআপ রুমের ভেতরেই আয়নার সামনে দাঁড়িয়ে একাধিক পোজ দিয়েছেন। মুখে চড়া মেকআপ, সাথে আত্মবিশ্বাস যা তাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছিল।
ছবিগুলো পোস্ট করতেই সেখানে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন ভক্তরা। প্রত্যেকের মুখে একটাই কথা তারা যেন অভিনেত্রীর উপর থেকে চোখ সরাতে পারছেন না। এছাড়াও বিভিন্ন মন্তব্য করতে দেখা গিয়েছে তাদের। উল্লেখযোগ্য বরাবর সাধারণভাবেই বাঁচতে পছন্দ করেন অভিনেত্রী।
আরও পড়ুন
ভূতেদের ট্যাঙ্গো-পার্টি! ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এ গান তৈরির অজানা কাহিনি
কাজের কারণে যেটুকু আরম্বরে থাকতে হয়, বাকিটা সময় কিন্তু পরিবেশের মধ্যেই ডুবে যান। গাছপালা, পোষ্য এসব নিয়েই অবসর সময় কাটাতে দেখা যায় তাকে। তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলে মেলে সেসব ঝলক। কখনো তিনি গাছপালার মধ্যে দিয়ে হেঁটে যান আবার কখনো পৌঁছে যান কোনো গ্রামে।
অন্যদিকে তিনি বর্তমানে ব্যস্ত রয়েছেন তা নতুন সিরিজ ‘কর্মা কোর্মা’র প্রমোশন নিয়ে। যেখানে এক অন্য ধরনের কাহিনী তুলে ধরতে চলেছেন পরিচালক প্রতিম ডি. গুপ্ত। এর আগে তার ‘রান্নাবাটি’ সিনেমাতেও দেখা গিয়েছে সোহিনীকে। এখানে এবার দেখা যাচ্ছে সোহিনী, ঋতাভরী, ঋত্বিক প্রমুখদের।
আরও পড়ুন
প্রেমে চুলোচুলি পর্যন্ত অবস্থা! বিয়ের আগেই কাপল থেরাপিতে সোনাক্ষী–জাহির
#Sohini #KarmaKorma