Nusrat-Yash: জিমে কসরত করে রোদ পোহাতে ব্যস্ত অভিনেত্রী নুসরত জাহান (Nusrat) এবং তার স্বামী তথা অভিনেতা যশ দাশগুপ্ত (Yash)। সম্প্রতি সেই ছবি তুলে ধরেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। অনেকেই জানেন এই দু’জন ভীষণভাবে স্বাস্থ্য সচেতন। জিমে গিয়ে দীর্ঘ সময় ধরে কসরত করেন দু’জনে।
যে বিষয়টি ভীষণভাবে পছন্দ করেন ভক্তরা। আসলে একসাথে কাজ করার পাশাপাশি ছোটখাটো জিনিসগুলো করাও একটা গভীর সম্পর্ক তৈরি করে। সেরকমই দু’জন জিমে গিয়েছিলেন শরীরচর্চা করতে। তবে সেখান থেকে ফিরে এসেই ছাদে শুয়ে পড়েছেন রোদ পোহাতে।
এই আদুরে মুহূর্তের ছবিটি পোস্ট করেছেন অভিনেত্রী নিজেই। সাথে লিখে দিয়েছেন, ‘জিম পরবর্তী সময়ে সূর্যের আলোয় স্নান’। আসলে শীতের মিঠে রোদ পোহাতে পছন্দ করেন না এমন মানুষ নেই বললেই চলে। শীতকাল যেন অলসতায় ভরা। একটু সময় পেলেই ছাদে গিয়ে অথবা নির্জন জায়গায় গিয়ে রোদ পোহাতে দেখা যায় সকলকে।
সেরকমটাও হয়েছে এই দু’জনের ক্ষেত্রে। এই ছবিটি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। উল্লেখযোগ্য, সোশ্যাল ভীষণভাবে সক্রিয় অভিনেত্রী। যেখানে নিত্যদিন তাদের নানান ছবি ও ভিডিও তুলে ধরেন। স্বামী ও পুত্র সন্তানকে নিয়ে কিছুদিন আগেই বেড়াতে গিয়েছিলেন পাহাড়ে।
সেখান থেকেও পোস্ট করেছিলেন একগুচ্ছ ছবি। কখনো দেখা যায় রেস্তোরাঁয় বসে খাবার খাচ্ছেন আবার কখনো পাহাড়ের কমলালেবু গাছ থেকে লেবু পেড়ে নিচ্ছেন অভিনেত্রী। সেই ভিডিওটিও বেশ পছন্দ করেছিলেন নেটিজেনরা আসলে। তিনি যাই পোস্ট করুন না কেন সকলে তো খুবই পছন্দ করেন।
#Nusrat #Yash #Couplegoal