Vicky-Katrina: দেখতে দেখতে চারটে বছর একসাথে পার করে ফেললেন অভিনেতা ভিকি কৌশল (Vicky) এবং অভিনেত্রী ক্যাটরিনা কাঈফ (Katrina)। চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষ্যে একটি আদুরে মুহূর্তের ছবি পোস্ট করেছেন অভিনেতা। সাথে শুভেচ্ছা জানিয়েছেন বিবাহবার্ষিকীর। অন্যান্যবারের তুলনায় এবারের বিবাহবার্ষিকী অনেকটাই বিশেষ।
কারণ, সম্প্রতি তাদের কোলজুড়ে জন্ম নিয়েছে পুত্র সন্তান। আপাতত তাকে নিয়েই সময় কাটছে দু’জনের। সাথে এমনটাও হচ্ছে অনেক রাত তাদের জেগেই কাটাতে হয়েছে। সে বিষয়টি উল্লেখ করেছেন অভিনেতা। এদিন দু’জনের একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘আজ উদযাপন করছি আনন্দিত, কৃতজ্ঞ এবং ঘুমহীনভাবে। আমাদের ৪র্থ, শুভকামনা।’
আসলে সন্তান জন্মের পর জীবনে অনেক বড়ো পরিবর্তন আসে। ঘুম, খাওয়া কোনো কিছুরই ঠিক থাকে না। সেরকমটাই হয়েছে তাদের ক্ষেত্রেও। এভাবেই মাতৃত্ব ও পিতৃত্ব উপভোগ করছেন দু’জনে। তাদের এই ছবি দেখার পর বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।
উল্লেখযোগ্য, বয়সের বিস্তর ফারাক থাকা সত্ত্বেও ভালোবাসার পথে সেটি বাধা হয়ে দাঁড়ায়নি। কয়েক মাস সম্পর্কে থাকার পর বিয়ের পিঁড়িতে বসেন দুজনে। ২০২১ সালের ৯ই ডিসেম্বর রাজস্থানে গাঁটছড়া বেঁধেছিলেন ভিকি এবং ক্যাটরিনা।
আরও পড়ুন
খোলা পিঠে স্পষ্ট দেখা যাচ্ছে ‘ট্যাটু’, ছোটপর্দার সুধার রূপ দেখে মুগ্ধ দর্শক
তাতে বিয়ের পর একপ্রকার চমকে গিয়েছিলেন সকলে। কারণ, আগে এই বিষয়ে কোনো কিছুই জানতে পারেনি অনুরাগীরা। দেখতে দেখতে একসাথে চার বছর পার করে ফেলেছেন এই তারকা জুটি। ক্যাটরিনা ভীষণ ভালোভাবে মানিয়ে নিয়েছেন ভিকির পরিবারের সাথে। তারা একসঙ্গেই বসবাস করেন এবং শ্বশুর বাড়ির সকলের সাথে খুবই ভালো সম্পর্ক অভিনেত্রীর।
#Katrina #Vicky #Anniversary