Alia: সাফল্যের তালিকায় নতুন পালক, আন্তর্জাতিক স্তরে ভারতের নাম উজ্জ্বল করলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhat)। সম্প্রতি ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ (Red Sea International Film Festival) থেকে তিনি ‘গোল্ডেন গ্লোবস হরাইজন অ্যাওয়ার্ড’ জিতেছেন। যা সিনেমায় তার অসামান্য অবদানকে স্বীকৃতি প্রদান করে।
একইসাথে বিশ্বমঞ্চে উজ্জ্বল তারকা হিসেবে তার পরিচিতি সুনিশ্চিত করে। এই বিশেষ পুরস্কার গ্রহণ করতে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। যেখানে তাকে দুটি আকর্ষণীয় লুকে দেখা গিয়েছে। রেড কার্পেট’এর সময় তিনি পরেছিলেন কালো রঙের একটি গাউন।
এবং পুরস্কার হাতে তুলে নেওয়ার সময় একটি হলুদ রঙের ডিজাইনার পোশাক। দুটি লুকেই তার আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো। যা দেখার পর প্রশংসার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্য করেছেন তাদের প্রিয় অভিনেত্রীকে। একইসাথে শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন
৭ বছরের দাম্পত্য, দু’সন্তানের সুখী পরিবার— রাজ-শুভশ্রীর সম্পর্কের অজানা গল্প
পুরস্কার লাভের পর তাকে বলতে শোনা যায়, ‘আমি স্বপ্ন দেখেছিলাম এবং প্রত্যেক মেয়েকে আমি একটা কথাই বলতে চাই কোনো সময় এটা ভাববে না যে তুমি পারবে না বা তোমার স্বপ্ন অনেক বড়ো। সব সময় লক্ষ্যস্থির রাখবে এবং কাজ করে যাবে, স্বপ্ন একদিন ঠিকই পূরণ হয়। ধন্যবাদ এই বৃহৎ সম্মানের জন্য।’
আরও পড়ুন
দুই প্রাক্তন ধরলেন হাত! মোহরের প্রাক্তনকে বিয়ে করলেন দুর্নিবারের প্রাক্তন স্ত্রী মীনাক্ষী
উল্লেখ্য, তার এই সাফল্য শুধুমাত্র ব্যক্তিগত অর্জন নয় বরং বিশ্ব মঞ্চে ভারতীয় চলচ্চিত্রকে আরো একধাপ তুলে ধরা। এমন কিছু হাতেগোনা তারকাই রয়েছেন যারা এই সুযোগ পেয়েছেন, যে তালিকায় আলিয়া ভাট তার নাম লেখালেন। বলাইবাহুল্য এটি বেশ বড়সড় সাফল্য তার সিনেমার কেরিয়ারে।
আরও পড়ুন
স্বামীর সামনেই করিশ্মাকে চুমু খান প্রাক্তন প্রেমিক অক্ষয় খান্না! ফের ভাইরাল পুরোনো ভিডিয়ো
#Alia #RSIFI #GoldenGlobeHorizonAward