বছরশেষের ভ্রমণ মরসুমে যাত্রীদের চাপ সামাল দিতে দক্ষিণ পূর্ব রেল বিশেষ পদক্ষেপ করল। ডিসেম্বরের শেষ সপ্তাহে দিঘা, পুরী, রাঁচি ও কামাখ্যাগামী একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন পশ্চিম মেদিনীপুরের গড়বেতা স্টেশনে অস্থায়ী ভাবে থামবে। ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ‘টেম্পোরারি স্টপেজ’ চালু থাকবে। প্রতিটি ট্রেনই গড়বেতায় প্রায় ২ মিনিট করে দাঁড়াবে।
এলাকাবাসী ও পর্যটকদের দীর্ঘদিনের দাবি ছিল, শীতের ছুটিতে দিঘা ও পুরীসহ বিভিন্ন জনপ্রিয় গন্তব্যে সরাসরি পৌঁছনোর সুযোগ পেতে গড়বেতায় কিছু ট্রেনের স্টপেজ প্রয়োজন। রেলের এই সিদ্ধান্তে পশ্চিম মেদিনীপুরের যাত্রীদের বড় সুবিধা হবে বলে মনে করছে স্থানীয় মানুষ।
গড়বেতায় দাঁড়াবে যে ট্রেনগুলি
২৫ ডিসেম্বর ২০২৫
13417 দিঘা–মালদা টাউন এক্সপ্রেস
13418 মালদা টাউন–দিঘা এক্সপ্রেস
18419 পুরী–জয়নগর এক্সপ্রেস
২৭ ডিসেম্বর ২০২৫
18420 জয়নগর–পুরী এক্সপ্রেস
২৮ ডিসেম্বর ২০২৫
18627 হাওড়া–রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস
18628 রাঁচি–হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
13506 আসানসোল–দিঘা এক্সপ্রেস
13505 দিঘা–আসানসোল এক্সপ্রেস
15640 কামাখ্যা–পুরী এক্সপ্রেস
২৯ ডিসেম্বর ২০২৫
18449 পুরী–পাটনা এক্সপ্রেস
৩০ ডিসেম্বর ২০২৫
15639 পুরী–কামাখ্যা এক্সপ্রেস
৩১ ডিসেম্বর ২০২৫
18450 পাটনা–পুরী এক্সপ্রেস
আরও পড়ুন
শিয়ালদহ–হাওড়া ডিভিশনে ব্যাপক ট্রেন পরিবর্তন
বছরশেষে দিঘা ও পুরী বরাবরই বাঙালির কাছে জনপ্রিয় পর্যটনস্থল। তাছাড়া রাঁচি ও কামাখ্যাতেও শীতের ছুটিতে পর্যটকের ভিড় বাড়ে। সেই ভিড় সামলাতে এবং পশ্চিম মেদিনীপুরের যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে দক্ষিণ পূর্ব রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।
আরও পড়ুন
নতুন ট্রেন, নতুন স্টপেজ: সিউড়ি–মুর্শিদাবাদ জেলায় রেলের পরিষেবা সম্প্রসারণের দাবি
গড়বেতা এবং আশপাশের এলাকার মানুষের মতে, এই অস্থায়ী স্টপেজ স্থায়ী করা গেলে জেলাব্যাপী যোগাযোগ আরও উন্নত হবে। শীতের ছুটিতে অতিরিক্ত ভিড় সামাল দিতেও এই পদক্ষেপ কার্যকর হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
আরও পড়ুন
ইন্ডিগোর বিভ্রাটে ক্ষতিপূরণ ঘোষণা: ভোগান্তি-পীড়িত যাত্রীদের জন্য ১০ হাজার টাকার ট্র্যাভেল ভাউচার