Priyanka: ‘দেশি গার্ল’-এর স্টাইল স্টেটমেন্ট: প্রিয়াঙ্কার নতুন ফটোশ্যুটে মুগ্ধ নেটপাড়া!

Priyanka: আরো একবার নিজের ফ্যাশন সেন্স দিয়ে দর্শকদের চমকে দিলেন বলিউড তথা হলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। বলিউড থেকে হলিউড সর্বত্রই নিজের ফ্যাশন সেন্স এবং কর্মদক্ষতা দিয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি। এবার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট করা নতুন ছবিগুলি দেখে ফ্যাশনপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তুমুল চর্চা।

​এই ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছে একটি ফ্লোরাল প্রিন্টেড করসেট টপ এবং ম্যাচিং ট্রাউজারে। গলায় ফ্লোরাল প্রিন্টের স্কার্ফ এবং কানে লম্বা ডায়মন্ড ইয়ারিং। এই লুকে তিনি প্রাচ্য ও প্রাশ্চাত্যের সংমিশ্রণ ঘটিয়েছেন।
ক্যাপশনে লিখেছেন, ‘সে বেরিয়ে যাওয়ার পথ জানে।’ অর্থাৎ তিনি তার সুদৃঢ় আত্মবিশ্বাসের কথা বোঝাতে চেয়েছেন।

বরাবর এই অভিনেত্রী ভীষণই আত্মবিশ্বাসী। কোন কিছুতেই তিনি আপোষ করেন না জীবনে। যা কিছু চেয়েছেন সবকিছু হাসিল করেছেন পরিশ্রমের মাধ্যমে। যদি আমরা তার কেরিয়ার দেখি তাহলে, ‘​মিস ওয়ার্ল্ড ২০০০’ খেতাব জেতার পর প্রিয়াঙ্কার পথ চলা শুরু হয়েছিল।

আরও পড়ুন
‘বিচার চাই’: ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কে কৌশিকী পাল, কী বললেন ‘জুঁই’?

তামিল সিনেমার মাধ্যমে অভিষেক হলেও, ২০০৩ সালে ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ সিনেমার মাধ্যমে তার হিন্দি সিনেমার যাত্রা শুরু করেন। একে একে ‘ফ্যাশন’, ‘বার্ফি’, ‘মেরি কম’, ‘বাজিরাও মাস্তানি’র মতো হিট সিনেমায় তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

আরও পড়ুন
Nusrat: নতুন শুরুতে কিছুটা সবুজ রং যোগ করলেন অভিনেত্রী নুসরত, দেখুন সেই মনমাতানো ছবি

এরপর ২০১৫ সাল থেকে তিনি আন্তর্জাতিক মঞ্চে কাজ শুরু করেন। আমেরিকান থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয় করে তিনি প্রথম দক্ষিণ-এশীয় অভিনেত্রী হিসেবে আমেরিকার নেটওয়ার্ক ড্রামাতে প্রধান চরিত্রে সুযোগ পান। এরপর একাধিক হলিউড প্রোজেক্টে কাজ করেছেন তিনি। খুব শীঘ্রই তাকে দেখা যাবে ‘বারাণসী’ সিনেমায়।

আরও পড়ুন
‘মামা’ থেকে স্বামী— সব্যসাচী–মিঠুর বিয়ের অজানা নেপথ্যকাহিনি

#Priyanka

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক