চাণক্য নীতির আলোকে পরকীয়া: কেন স্ত্রী থাকতেও অন্য সম্পর্কে জড়ান স্বামীরা

“অন্যের স্ত্রী ও অন্যের সম্পদ মানুষের কাছে বেশি আকর্ষণীয়”—এই প্রাচীন প্রবাদ আজও সমাজে প্রাসঙ্গিক। আধুনিক সময়েও বিবাহ বহির্ভূত সম্পর্কের ঘটনা বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে দাম্পত্য জীবনে। ভেঙে যাচ্ছে সংসার, ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার। চাণক্য নীতি এই সংকটের কারণ যেমন ব্যাখ্যা করেছে, তেমনই দেখিয়েছে সমাধানের পথও।

চাণক্যের মতে, স্বামী-স্ত্রীর সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ার পেছনে একাধিক কারণ কাজ করে। বাল্যবিবাহ কিংবা অনিচ্ছাকৃত ও জোরপূর্বক বিবাহ দাম্পত্য জীবনের শুরুতেই মানসিক দূরত্ব সৃষ্টি করে। পাশাপাশি কর্মসূত্রে দীর্ঘদিন আলাদা থাকা, শারীরিক দূরত্ব, জীবনের অগ্রাধিকার বদলে যাওয়া—এসবও সম্পর্ককে দুর্বল করে দেয়। এর সঙ্গে যুক্ত হয় আত্মনিয়ন্ত্রণের অভাব এবং খারাপ সঙ্গ, যা একজন বিবাহিত পুরুষকে ধীরে ধীরে অন্য নারীর প্রতি আকৃষ্ট করে তোলে।

চাণক্য নীতিতে বলা হয়েছে, এই ধরনের বিচ্যুতি শুধু ব্যক্তি নয়, সুস্থ ও সুখী পরিবারকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। পরকীয়ার পথে গিয়ে অনেকেই সাময়িক মোহে পড়ে সিদ্ধান্ত নেন, কিন্তু শেষ পর্যন্ত ফিরে এসে নিজের ভুল বুঝে গভীর অনুতাপে ভোগেন। তখন সম্পর্ক মেরামত করা কঠিন হয়ে পড়ে।

তবে চাণক্য কেবল সমস্যার কথা বলেননি, সমাধানের দিকনির্দেশও দিয়েছেন। তাঁর মতে, দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখতে সবচেয়ে জরুরি হলো দৃঢ় যোগাযোগ। স্বামী-স্ত্রীর মধ্যে কোনও সমস্যা হলে তা চেপে না রেখে খোলাখুলি আলোচনা করা প্রয়োজন। ছোটখাটো বিষয়কে গুরুত্ব দেওয়া, একে অপরের অনুভূতি বোঝা এবং পারস্পরিক সম্মান বজায় রাখা ভালোবাসাকে দীর্ঘস্থায়ী করে।

আরও পড়ুন
Chanakya Niti: অল্প সময়ে চরম সাফল হবেন এই অভ্যাসে

একসঙ্গে সময় কাটানো, দৈনন্দিন ব্যস্ততার মাঝেও সম্পর্ককে অগ্রাধিকার দেওয়া—এসবই দাম্পত্য বন্ধনকে শক্ত করে। চাণক্য নীতির শিক্ষা অনুযায়ী, সংযম, বোঝাপড়া ও সচেতন চেষ্টাই পারে সম্পর্ককে ভাঙনের হাত থেকে রক্ষা করতে।

আরও পড়ুন
Chanakya Niti: টাকা ও নারীর মধ্যে কাকে বেছে নেবেন? জানিয়েছেন চাণক্য

পরিশেষে বলা যায়, চাণক্য নীতি আজও আমাদের শেখায়—পরকীয়া নয়, বরং বিশ্বাস, সংলাপ ও ভালোবাসাই সুখী দাম্পত্যের মূল চাবিকাঠি।

আরও পড়ুন
অল্প সময়ে ধনী হতে চান? মেনে চলুন চাণক্য নীতি

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক