Swastika: অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি (,Swastika) ৪৫ বছর পূর্ণ করলেন। সম্প্রতি সেই বিষয়ে বেশ কিছু ছবির সঙ্গে বিশেষ বার্তা তুলে ধরেছেন তিনি। নিজের শারীরিক পরিবর্তন সম্পর্কে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলেছেন সোশ্যাল মিডিয়ায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের চেহারায় নানা পরিবর্তন আসে। সৌন্দর্য্য ধীরে ধীরে ফিকে হয়ে যায়।
ফলস্বরূপ অনেক সময় কটাক্ষের শিকার হতে হয় মহিলাদের। বিশেষ করে অভিনেত্রীদের সৌন্দর্য্য হারিয়ে গেলে তাদের নানা কুরুচিকর মন্তব্য শুনতে হয়। তবে শারীরিক পরিবর্তন একটি স্বাভাবিক ঘটনা। এই বিষয় নিয়েই কথা বলেছেন স্বস্তিকা। এদিন সমুদ্রে হলুদ বিকিনিতে ধরা দিয়েছিলেন তিনি। আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরেছিলেন শরীরের বয়সের ছাপ।
আর ক্যাপশনে লিখেছেন, ‘এটি এমন একটি দেহ যা বেঁচে আছে। একটি সন্তান বহন করেছে, কাজ করেছে, যত্ন করেছে, দুঃখ করেছে, আনন্দ করেছে, রাজনীতি করেছে, প্রতিরোধ করেছে। এমন একটি দেহ যা সমাজ যখন অদৃশ্য হতে বলেছিল তখনও অবসর নেয়নি। এমন একটি দেহ যা এখনও জল, সূর্য, স্থান দাবী করে। যদি এটি কারও কাছে অস্বস্তিকর হয়, তাহলে ভালো।’
আরও পড়ুন
আরও দূরে চলো যাই… দ্বিতীয় বিবাহবার্ষিকীতে ইন্দোনেশিয়ায় ‘হারালেন’ সৌরভ-দর্শনা
’বয়স বাড়া কোনো সমস্যা নয়। সমস্যা হলো এমন একটি সংস্কৃতি যেখানে নারীরা অনুমতি নেওয়া বন্ধ করে দেয়, তাদের ভয় পায়। সমুদ্র আমাদের আরও স্থিতিস্থাপক করে তুলুক, অধ্যবসায় শেখাক। জলকে ধরে রাখুক। আমার প্রিয় নারী, ৪৫ তম জন্মদিনের শুভেচ্ছা। সেলুলাইটযুক্ত উরু, রঞ্জক ত্বক, ত্রুটিপূর্ণ শরীরের জন্য শুভেচ্ছা। আমি তোমাকে ভালোবাসি।’
যা দেখার পর তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রশংসায় ভরিয়ে তুলেছেন ভক্তরা। হয়তো অনেকেই জানেন, বরাবর এই অভিনেত্রীর স্বভাব ভীষণই সাহসী। নিজের মনের কথা সকলের সামনে তুলে ধরতে কখনোই তোয়াক্কা করেন না তিনি। বরাবর নিজের মতোই বাঁচতে পছন্দ করেন।
আরও পড়ুন
Nusrat-Yash: বিয়ের মরশুমে সবুজ আনারকলিতে রাজকীয় নুসরত, ক্যাজুয়াল যশের সঙ্গে ভাইরাল ছবি