তিন দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না এক মহিলাকে। অবশেষে অজগর সাপের পেট থেকে মিলল তার দেহ। আর এই ঘটনায় হুলুস্থুল পড়ে গিয়েছে চারিদিকে। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়। শনিবার ওই মহিলার দেহ উদ্ধার করে সেখানকার স্থানীয়রা। জানা যাচ্ছে, দক্ষিণ সুলায়েসি প্রদেশের কালেম্পাং গ্রামে এই ভয়ানক ঘটনাটি ঘটেছে।
ওই অজগরটির আয়তন ১৬ ফুট৷ অজগর সাপটির পেট থেকে মহিলার দেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মৃত ওই মহিলাটির নাম জানা গিয়েছে ফরিদা৷ ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার। গ্রামপ্রধান সুয়ার্দি রোসি সংবাদ সংস্থা এএফপিকে জানান, বৃহস্পতিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন ফরিদা৷ এরপর তার খোঁজ চলে।
কোনো খোঁজ না পেয়ে পুলিশে নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর শনিবার সকালে স্থানীয়রা শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে ফরিদার কিছু জিনিস পড়ে থাকতে দেখেন। এরপর বনের মধ্যে প্রবেশ করে একটি অজগর সাপকে দেখা যায়। সাপটি নড়ার মতন অবস্থায় ছিল না৷ তখনই তারা সিদ্ধান্ত নেন সাপটির পেট কেটে ফেলবেন।
গ্রামবাসীর সন্দেহই সত্যি প্রমানিত হয়। কারণ এর আগে সুলায়েসি প্রদেশে এমন ঘটনা একাধিকবার ঘটেছে। এরপর গ্রামবাসীরা সাপের পেট কেটে ফেলেন ও মহিলাটি বেরিয়ে আসেন মৃত অবস্থায়৷ বন দফতর থেকে জানানো হয়েছে, এমন ঘটনা খুবই বিরল।