মেয়ে নিতারার কালো রঙের প্রসঙ্গে মুখ খুললেন এককালের জনপ্রিয় অভিনেত্রী টুইংকল খান্না! জানালেন কীভাবে বিষয়টিকে সামলেছেন তিনি। দুই সন্তান আরব এবং নিতারাকে নিয়ে সুখে সংসার করছেন অক্ষয় এবং টুইংকল। একটি সংবাদমাধ্যমের কলামে নিয়মিত লেখেন প্রাক্তন এই অভিনেত্রী।
যেখানে তিনি বলেন বাচ্চাদের বেড়ে ওঠার জন্য বই কতটা জরুরী। সেখানে তিনি জানিয়েছিলেন তার এক আত্মীয় তার মেয়েকে বলেছিলেন তার গায়ের রং দাদার মতোন ফর্সা নয়। এই কারণেই নাকি একবার সাঁতার ছেড়ে দিয়েছিল নিতারা। তবে একটা বই তার সিদ্ধান্ত পরিবর্তন করতে সাহায্য করেছিল।
টুইংকল লেখেন, ‘এমন একটি সময় ছিল যখন আমার ছোট্ট মেয়ে তার সাঁতার শেখা বন্ধ করতে চেয়েছিল। যার অন্যতম কারণ ছিল ওর গায়ে থাকা ট্যান। আমি ভাইয়ার মতো একই রঙের হতে চাই’ মাথায় ঢুকে গিয়েছিল ওর। আসলে তার কানের মধ্যে এক বোকা আত্মীয় ঢুকিয়ে দিয়েছিল এমনটা।’
ওই আত্মীয় তাকে বলেছিলেন, ‘মেয়েটা এতো কিউট কিন্তু ওর ভাইয়ের মতো ফর্সা নয়।’ এরপর তিনি আরো বলেন, ‘আমি নিতারাকে ফ্রিদা কাহলোর সচিত্র জীবনী দিয়েছিলাম। তারই মতো এমন চকচকে ত্বক নয় যার, জোড়া ভ্রু-সহ, রোল মডেল হিসাবে দুর্দান্ত প্রতিভাবান মহিলা।’
যা পড়ে সে সিদ্ধান্ত বদল করেছিল নিতারা। এমনকি সে আজকাল এমন দাবী করে, ‘সাদা একটা হালকা রং, তাই এটি আমার টি-শার্টের মতো দ্রুত নোংরা হয়ে যায়। বাদামী গাঢ় হয়, তাই এটি হয় না।’ খুব ভালোভাবে ছেলেমেয়েকে মানুষ করছেন টুইংকল। যা একটি রিয়্যালিটি শো’তে এসে বলেছিলেন অক্ষয়।