আর জি কর কাণ্ডের আবহে অর্ধনগ্ন ও অগ্নিদগ্ধ এক তরুণীর দেহ মিলল। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরে। ওই দেহ উদ্ধারের পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সুপারের অফিসের অনতিদূরে ওই তরুণীর মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। প্রাতভ্রমণকারীরা ওই দেহটি পড়ে থাকতে দেখে। অনেকেই অনুমান করছেন ওই তরুণীকেধর্ষণ করে খুন করা হয়েছে।
বুধবার সকালে দেহটি উদ্ধার হয় রামকৃষ্ণ মিশন আশ্রম পাড়া এলাকায়। অজ্ঞাত পরিচয় ওই তরুণীর দেহ উদ্ধারের পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়৷ তরুণীর মুখ অগ্নিদগ্ধ থাকার কারণে তাকে শনাক্ত করা যায়নি। তাই তরুণীটি কে বা তার কী পরিচয় সেই বিষয়ে সঠিক তথ্য তখনও পাওয়া যায়নি।
এদিকে প্রত্যক্ষদর্শীদের কথায়, বুধবার সকাল ৭টা নাগাদ প্রাতভ্রমণকারীরা জেলা পুলিশ সুপারের অফিসের ঠিক পিছনে আশ্রমপাড়া বারোয়ারির উল্টো দিকে রাস্তায় তরুণীর দেহ পড়ে থাকতে দেখেন। ওই তরুণীর দেহ শনাক্ত হওয়ার পর গোটা এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়৷
স্থানীয়দের অনুমান, ওই তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আর জি কর কাণ্ডে আবহে ফের আবারও এমন একটি ঘটনা নারী নিরাপত্তার দিকে আঙুল তুলছে। প্রমাণ লোপাট করার স্বার্থে ওই তরুণীকে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল বলে অনেকে অনুমান করছেন। এই ঘটনা পুলিশের কানে যাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছোয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই তরুণীর পরিচয় জানার চেষ্টা চলছে।