বাড়িতে এসে আধার কার্ড ঠিক করবে আধার শ্রমিকরা! বুকিং করবেন কিভাবে? জানুন উপায়

প্রত্যেক ভারতবাসীর কাছে আধার কার্ড হলো একটি গুরুত্বপূর্ণ কার্ড। শুধুমাত্র পরিচয় পত্র নয় বরং এখনকার সমস্ত কাজেই আধার কার্ড বাধ্যতামূলক হয়ে উঠেছে। ব্যাংক এবং কেওয়াইসি থেকে সরকারি স্কিমে নথিসামিল করতে হলে পরিচয় পত্র থেকে বায়োমেট্রিক ভেরিফিকেশনের ক্ষেত্রেও আধার কার্ড ব্যবহার করা হয়। তাই আধার কার্ড সংযুক্ত নতুন নিয়মাবলী সম্পর্কে আপডেট থাকা প্রয়োজন। নইলে যে কোন সময় অসুবিধায় পড়তে হবে।

যেহেতু আধার কার্ড অতি গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টে পরিণত হয়েছে তাই এই কার্ডের তথ্য আপডেট রাখার প্রয়োজন প্রতিটা মানুষেরই। যদি কোন কারণে ঠিকানা পাল্টানো হয় বা কোন তথ্য ভুল থাকে তাহলে ওটা আধার সেন্টারে গিয়ে সহজেই ঠিক করে নেওয়া যাবে।
এর জন্য নূন্যতম টাকা দিতে হয়। শুধুমাত্র তাই নয় নতুন আধার কার্ড বানানোর জন্য কোন মূল্যই নেয়া হয় না।

এতদিন আধার কার্ড বানানোর জন্য আধার সেন্টারে যেতে হতো। কিন্তু এবার শোনা যাচ্ছে সরকারি কর্মচারীরা বাড়িতে এসে আধার কার্ড তৈরি করে দেবে। এর জন্য আলাদা করে লম্বা লাইন দিতে হবে না অথবা অপেক্ষাও করতে হবে না। যেটা শোনার পর সকলেই অত্যন্ত খুশি। তবে এই সুযোগ সবার জন্য হচ্ছে না।

অনেক মানুষ রয়েছে যারা স্বাভাবিকভাবে অক্ষম অথবা বার্ধক্যজনিতের জন্য চলাফেরা করতে পারেন না। তাদের কথা চিন্তা করেই এবার বাড়িতে গিয়ে আধার কার্ডের সুযোগ-সুবিধা দেওয়ার কথা জারি করা হয়েছে আধার তৈরি করার সংস্থার পক্ষ থেকে । এর ফলে বাড়িতে অসুস্থ মানুষ থাকলে বা প্রতিবন্ধী থাকলে বাড়িতেই আধার কার্ড সার্ভিস বুক করে নেয়া হবে।

এখন জিজ্ঞাসা হল কিভাবে আধার হোম সার্ভিস বুকিং করবেন? আর এর জন্য কত টাকা মূল্য দিতে হবে? শোনা যাচ্ছে আধার প্রতিষ্ঠানকে মেল করে দরখাস্ত করতে হবে। এরপর আধার কর্মীরা বাড়িতে এসে পারিপার্শ্বিকতা দেখে তবে গিয়ে লোক পাঠাবে। আর আধার সার্ভিসের জন্য প্রথম জনের থেকে ৭০০ টাকা মূল্য না হবে। তবে যদি বাড়িতে আরো দেখতে থাকেন প্রথম জনের পর বাকিদের জন্য প্রতিব্যক্তি ৩৫০ টাকা না হবে।