বলিউডে বিচ্ছেদ ও সম্পর্ক ভাঙনের জল্পনার ভিড়ে যেন এক অন্যরকম সুর বেঁধে দিলেন অভিষেক বচ্চন। রবিবার রাতে মুম্বইয়ে অনুষ্ঠিত ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে কেরিয়ারের প্রথম ‘সেরা অভিনেতা’ পুরস্কার জিতে নিলেন জুনিয়র বচ্চন। আর সেই পুরস্কার মঞ্চেই তিনি আবেগঘন কণ্ঠে উৎসর্গ করলেন জীবনের সবচেয়ে প্রিয় দুই মানুষকে — স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চন ও কন্যা আরাধ্যাকে।
অভিষেক বলেন,
“ঐশ্বর্য আর আরাধ্যা, তোমাদের ধন্যবাদ আমাকে স্বপ্নপূরণের পথে এগিয়ে দেওয়ার জন্য। আশা করি, এই পুরস্কারের মধ্যে দিয়ে তোমরা নিজেদের ত্যাগের সার্থকতা খুঁজে পাবে। তোমাদের জন্যই আমি আজ এখানে দাঁড়িয়ে।”
শুধু পরিবার নয়, কৃতজ্ঞতা জানাতে ভোলেননি বাবাকে, বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনকেও। কারণ, যে ছবির জন্য তিনি এই সম্মান পেলেন — ‘আই ওয়ান্ট টু টক’, সেটির গল্পই এক বাবা ও মেয়ের সম্পর্ক ঘিরে। সুজিত সরকারের এই সিনেমায় জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এক অসুস্থ পিতার চরিত্রে অভিষেকের সংযত অথচ গভীর অভিনয় দর্শক-সমালোচকদের মন ছুঁয়ে গেছে।
খবর,
আপাতত মুক্তি বর্ষা থেকে, বঙ্গে শীতের আমেজ শুরু কবে থেকে? কী জানাল হাওয়া অফিস
২৫ বছরের অভিনয় জীবনে এই প্রথম ফিল্মফেয়ারের মঞ্চে ‘সেরা অভিনেতা’ ট্রফি হাতে নিয়ে অভিষেক বলেন,
“গত ২৫ বছর ধরে এই পুরস্কারের স্বপ্ন দেখেছি। আজ সেটা পূর্ণ হল। আমার চেয়েও আমার পরিবার বেশি খুশি। এই সম্মান আমি তাঁদেরই উৎসর্গ করছি।”
তবে তাঁর এই আবেগময় ভাষণকে ঘিরে এখন জোর চর্চা বি-টাউনে। কারণ, বেশ কিছুদিন ধরেই অভিষেক ও ঐশ্বর্যের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল বলিউডের অন্দরে। কিন্তু মঞ্চে দাঁড়িয়ে স্ত্রীর নাম উচ্চারণ করে পুরস্কার উৎসর্গ করায় সেই জল্পনাতেই টান পড়ল কি না, তা নিয়ে তোলপাড় নেটপাড়া।
একদিকে বিচ্ছেদ আর ভাঙনের গুঞ্জনে মুখর বলিউড, অন্যদিকে অভিষেকের আবেগময় বার্তা যেন মনে করিয়ে দিল — “অর্ধাঙ্গিনী” শব্দের আসল মানে কী।