উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর, হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে রোগীকে হেনস্থার অভিযোগ উঠল। সম্প্রতি, ডেঙ্গিতে আক্রান্ত হওয়ায় বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এক তরুণীকে।
তরুণীর পরিবারের অভিযোগ, তরুণী ডেঙ্গিতে আক্রান্ত হওয়ায় শরীর খুবই দুর্বল। রাতের বেলা ঘুমোচ্ছিল। ঠিক সেই সময় হাসপাতালের এক কর্মী তাঁর বিছানার সামনে এসে অভব্য আচরণ শুরু করেন। তরুণী টের পেতেই ওই কর্মী সেখান থেকে পালিয়ে যান। যদিও তরুণী রোগীর পরিবারের অভিযোগকে খারিজ করেছেন হাসপাতালের ওই কর্মী। বিষয়টি নিয়ে ঘটনাস্থলে হুলস্থুল পড়ে যেতেই হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সঠিক তদন্ত করার আশ্বাস দিয়েছে। তরুণীর পরিবার ইতিমধ্যেই হাসপাতালের ওই কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনায় অভিযুক্তের নাম শোয়েব। মাস দু’য়েক আগেই নাকি সে হাসপাতালের কাজে যোগ দিয়েছেন। অন্য দিকে তরুণীর পরিবারের দাবি, ‘গোটা ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে’। ইতিমধ্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিষয়টির সত্যতা যাচাইয়ের কাজ শুরু করেছে পুলিশ। আরও পড়ুন, Palmistry: হাতে এই রেখা আছে? নিজের ভাগ্য নিজেই লিখবেন
সূত্র মারফত খবর, এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, ওই অভিযুক্ত কর্মীকে আটক করে জেরাও চলছে। এ বিষয়ে তদন্তকারী আধিকারিক হেমন্ত কুমার বলেছেন, হাসপাতালের ওই কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। আরও পড়ুন,Right to Marry: পছন্দ না হলেও ছেলে মেয়ের বিয়েতে বাঁধা দিয়ে পারবে না পরিবার, জানাল দিল্লি হাইকোর্ট
ওই তরুণীর পরিবার দাবি জানিয়েছে, অভিযুক্তের কঠোর শাস্তি। ‘হাসপাতালে রোগীকে হেনস্থা’ খবর ছড়িয়ে পড়তেই অন্যান্য রোগীর আত্মীয়রা প্রশ্ন তুলেছেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁরা ঘটনা স্থলে বিক্ষোভ দেখান। এর পর ঘটনা স্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।