Asarani Death: দীপাবলির আলো ম্লান! না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা আসরানি

Asarani: আনন্দের উৎসবের মাঝেই নেমে এলো শোকের ছায়া। দীপাবলির আলোর ঝলকানিকে ম্লান করে চিরনিদ্রায় চলে গেলেন বলিউডের কিংবদন্তি কৌতুকাভিনেতা আসরানি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। সোমবার বিকেল ৪টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবাদপ্রতিম অভিনেতা।

আসরানির প্রকৃত নাম গোবর্ধন আসরানি। তাঁর ভাইপো অশোক আসরানি সংবাদমাধ্যমকে জানান, শেষ সময়ে পরিবারের সদস্যরাই পাশে ছিলেন। প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠ সহচর বাবুভাই থিবানি জানিয়েছেন, আসরানি মৃত্যুর আগে স্ত্রী মঞ্জুকে বলে গিয়েছিলেন—তাঁর শেষযাত্রায় যেন বেশি ভিড় না হয়। সেই নির্দেশ মেনেই মঙ্গলবার মুম্বইয়ে ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনের উপস্থিতিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯৪০ সালে রাজস্থানের জয়পুরে জন্ম আসরানির। সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াশোনা শেষে তিনি ভর্তি হন পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (FTII)। ষাটের দশকের শুরুতে বলিউডে পা রাখেন তিনি।

পাঁচ দশকেরও বেশি সময়জুড়ে চলা অভিনয়জীবনে আসরানি উপহার দিয়েছেন ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘মেরে আপনে’, ‘বাওয়ার্চি’, ‘অভিমান’, ‘সরগম’-এর মতো একের পর এক জনপ্রিয় ছবি। প্রায় ৩৫০টিরও বেশি হিন্দি ছবিতে তিনি অভিনয় করেছেন।

‘শোলে’-এর বিখ্যাত জেলর চরিত্রে তাঁর সংলাপ আজও দর্শকের মুখে মুখে ফেরে। তাঁর অসামান্য সময়জ্ঞান, মুখভঙ্গি ও সংলাপ বলার ভঙ্গি কৌতুকাভিনয়কে বলিউডে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিল।

দীপাবলির দিনেও মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। এরপরই নিভে গেল এক যুগের কৌতুক তারকার আলো। শোকস্তব্ধ গোটা বলিউড।

বলিউডের হাসির মানুষটি আজ নেই, রয়ে গেল তাঁর সৃষ্টি, তাঁর অমলিন হাসি।

বিনীদন
Mimi: ভালোবাসা, আলো ও সমৃদ্ধি কামনায় ব্রতী মিমি! সকলকে জানালেন দীপাবলির শুভেচ্ছা

#Asrani #BollywoodLegend #ComedyKing #SholayJailor #RIPAsrani #BollywoodNews #IndianCinema #VeteranActor #HindiMovies #EntertainmentNews

error: Content is protected !!