বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মাঝেই মাথা উঁচু করে বাঁচার বার্তা ঐশ্বর্যের

কখনও শোনা যায় বিচ্ছেদের সূর আবার কখনও সবকিছুই ঠিকঠাক থাকার আভাস। বলি টাউনে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্কের গুঞ্জন এখন দৈনন্দিন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যদিও তাদের সম্পর্কে আসলে কোথায় দাঁড়িয়ে তা নিয়ে কেউই মুখ খোলেননি। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ঐশ্বর্য একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে মেয়েদের তিনি বিশেষ বার্তা দিয়েছেন।

অভিনেত্রী একটি নামি প্রসাধনী সংস্থার সঙ্গে যুক্ত। সেই সংস্থার হয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সোমবার ছিল নারীদের প্রতি হওয়া হিংসাত্মক ঘটনার অবসান ঘটানোর আন্তর্জাতিক দিবস। এই দিনে ভিডিওটি পোস্ট করেন ঐশ্বর্য। সেখানে তিনি সমস্ত নারীকে মাথা উঁচু করে বাঁচার কথা বলেছেন। নিজের হয়ে সওয়াল করার পরামর্শ দিয়েছেন তিনি। নিজের মর্যাদার সঙ্গে কখনও আপোষ করতে বারণ করেছেন তিনি।

এদিকে বচ্চন পরিবারে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক নিয়ে ক্রমেই জলঘোলা হয়ে চলেছে। সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে তা কারোর বোধগম্য নয়। যদিও বেশ কিছুদিন ধরে ঐশ্বর্য ও অভিষেককে একসঙ্গে দেখা যাচ্ছে না কোনও অনুষ্ঠানে। এর পাশাপাশি অনন্ত ও রাধিকার বিয়েতে তাদের আলাদাভাবে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছিল।

তবে অনুষ্ঠানের সময় ভিতরে মেয়ের সঙ্গে ঐশ্বর্য ও অভিষেককে একসঙ্গে দেখা যায়। সেইসময় মনে করা হয়েছিল তারকা দম্পতির বৈবাহিক জীবনে গুঞ্জন শুধুই রটনা৷ কিন্তু এর কিছুদিন পর ঐশ্বর্য ও অভিষেকের নামের সঙ্গে বলিউড অভিনেত্রী নিমরত কৌরের নাম জড়ায়৷ জানা যায়, ‘দশভি’ ছবিতে অভিনয় করতে গিয়ে নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান অভিষেক।

এরপর ঐশ্বর্য ও অভিষেকের সম্পর্ক তলানিতে এসে ঠেকে এবং ঐশ্বর্য মেয়েকে নিয়ে নিজের বাড়িতে ফিরে যান। যদিও পরে নিজের ভুল বুঝতে পারেন অভিষেক। কিন্তু তাতেও ঐশ্বর্যের সঙ্গে অভিষেকের দূরত্ব কমেনি। এই প্রসঙ্গে নিমরত কৌর জানিয়েছেন তিনি সিঙ্গেল।

error: Content is protected !!