হ্যালোইনে রানি কটকটি লুকে সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। ‘কিরণমালা’র পুরোনো স্মৃতি আবার ফিরে এল ভক্তদের মনে।
হ্যালোইন মূলত পাশ্চাত্যের উৎসব হলেও এখন বাঙালির জীবনেও ক্রমে ঢুকে পড়ছে এই ভৌতিক সন্ধ্যা। এ দিন নানা সাজে সেজে উঠতে দেখা যায় নেটদুনিয়ার তারকাদেরও। সেই তালিকায় যোগ করলেন জনপ্রিয় অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। একেবারে তাঁর বহু চর্চিত ‘রানি কটকটি’ অবতারে ফের হাজির হলেন তিনি।
২০১৪ সালে ‘কিরণমালা’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন চান্দ্রেয়ী। নেতিবাচক চরিত্র হলেও তাঁর পর্দা-কাঁপানো অভিনয় কটকটিকে পরিণত করেছিল ঘরের নামের মতো জনপ্রিয় এক চরিত্রে। আবারও সেই লুকেই হ্যালোইন উপলক্ষে নিজেকে তুলে ধরলেন অভিনেত্রী।
নতুন ফটোসেটে দেখা গেল বড় বড় দাঁত, দুর্দান্ত মেকআপ আর আগের মতোই ভয় ধরানো লুক। চান্দ্রেয়ী নিজেই লিখেছেন, “হ্যালোইন সন্ধ্যা বলে কথা। একজন ভারতীয় ভ্যাম্পায়ার কুইনের কাছে এর চেয়ে ভালো ফিরে দেখা আর কী হতে পারে! সবচেয়ে ভালো লাগত দাঁতগুলো। এগুলো পেতে সত্যি একজন দাঁতের চিকিৎসকের কাছে যেতে হয়েছিল আমাকে।”
তাঁর এই সাজ দেখে পুরোনো স্মৃতিতে ভাসছেন দর্শকরা। কেউ মন্তব্য করেছেন, “কটকটি ছাড়া হ্যালোইন অসম্পূর্ণ।” আবার কেউ লিখেছেন, “আমাদের চান্দ্রেয়ীদি ছাড়া হ্যালোইন ভাবাই যায় না।”
হ্যালোইনের রাতে এক ঝলকে আবারও ফিরল সেই কিরণমালা-যুগের নস্ট্যালজিয়া।
FAQ
1. প্রশ্ন: চান্দ্রেয়ী ঘোষ কোন লুকে হাজির হয়েছেন?
উত্তর: ‘রানি কটকটি’ লুকে।
2. প্রশ্ন: এই লুকটি কোন ধারাবাহিকের চরিত্র?
উত্তর: ‘কিরণমালা’ ধারাবাহিকের।
3. প্রশ্ন: ধারাবাহিকটি কোন সালে প্রচারিত হয়েছিল?
উত্তর: ২০১৪ সালে।
4. প্রশ্ন: রানি কটকটি কি ভূতের চরিত্র ছিল?
উত্তর: না, তবে ভয়ের আবহ তৈরি করত।
5. প্রশ্ন: হ্যালোইন উপলক্ষে চান্দ্রেয়ী কী বলেছেন?
উত্তর: হ্যালোইন সন্ধ্যায় এই লুক ফিরে দেখা তাঁর কাছে বিশেষ আনন্দের।
6. প্রশ্ন: দাঁতগুলি কোথা থেকে পেয়েছিলেন?
উত্তর: দাঁতের চিকিৎসকের কাছে গিয়ে।
7. প্রশ্ন: এই দাঁতগুলো কি শুটিংয়েও ব্যবহার করেছিলেন?
উত্তর: হ্যাঁ, শুটিংয়ের সময়ও ব্যবহার করেছিলেন।
8. প্রশ্ন: দর্শকরা তাঁর এই লুক দেখে কী মন্তব্য করছেন?
উত্তর: অনেকেই লিখছেন, কটকটি ছাড়া হ্যালোইন অসম্পূর্ণ।
9. প্রশ্ন: চরিত্রটি কি দর্শকদের কাছে জনপ্রিয় ছিল?
উত্তর: হ্যাঁ, অত্যন্ত জনপ্রিয় ছিল।
10. প্রশ্ন: চান্দ্রেয়ী কোন চরিত্রে সবচেয়ে পরিচিত?
উত্তর: রানি কটকটি চরিত্রে।
11. প্রশ্ন: বাঙালি সমাজে কি এখন হ্যালোইন জনপ্রিয় হচ্ছে?
উত্তর: হ্যাঁ, ক্রমে জনপ্রিয়তা পাচ্ছে।
12. প্রশ্ন: চান্দ্রেয়ীর পোস্টে কি অনেক ছবি ছিল?
উত্তর: হ্যাঁ, বিভিন্ন লুকের একাধিক ছবি।
13. প্রশ্ন: দর্শকদের প্রতিক্রিয়া কেমন?
উত্তর: নস্ট্যালজিয়া ভরপুর এবং উচ্ছ্বসিত।
14. প্রশ্ন: চান্দ্রেয়ীর মতে অভিনেতার জীবনে কী আনন্দের?
উত্তর: নানান চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতাই আনন্দের।
15. প্রশ্ন: এই লুক কি শুধুই হ্যালোইনের জন্য?
উত্তর: হ্যাঁ, হ্যালোইন উপলক্ষেই তিনি এই সাজ পরে ছবি শেয়ার করেছেন।
আরও পড়ুন
Koel: খুনসুটি নাকি ভালোবাসা? কেমন সম্পর্ক কবীর ও কাব্যর? জানালেন মা কোয়েল
#Halloween
#ChandreyeeGhosh
#KotkotiRevisited
