বিবাহ নিয়ে কম কোলাহল শুনতে হয়নি, রূপাঞ্জনা সবশেষে পাঁচ মাস পূরণের সুখবর দিলেন

বর রাতুল মুখোপাধ্যায়ের থেকে বয়সে অনেকটা বড় তিনি। এর জন্য অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র কে কোলাহলের সম্মুখে পড়তে হয়েছিল। যদিও তিনি ওই সব বিষয়কে পাত্তা দেয়নি কখনো। বিবাহ করেছে এবং সংসারও করছেন খুব ভালো করে। দেখতে দেখতে তিনি বিবাহ জীবনের পাঁচ মাস কাটিয়ে ফেলেছেন।

তার জন্য সোশ্যাল মিডিয়ায় এক আদুরে শেয়ারও করেছেন। রুপাঞ্জনা তার ও রাতুলের অনেকগুলো ছবি পোস্ট করে লিখেছেন, “দেখতে দেখতে পাঁচ মাস।” রুপানজনার কমেন্ট বক্সে এসেছে শুভেচ্ছা। শুধুমাত্র ৫ মাস নয় পরবর্তী ৫০ বছর যেন সুখ শান্তিতে কাটে, এই শুভেচ্ছাই জানাচ্ছে সকলে মিলে।

অভিনেত্রী কয়েকদিন আগেই নারী কমিশনে পরিচালক অরিন্দম শিলের বিপক্ষে অভিযোগ করেছিলেন। তা নিয়ে মুখ খুলেছিলেন মিডিয়ার সম্মুখে । অত্যাচারীর বিচার চেয়ে অরিন্দমকে প্রতিবাদ করতে দেখে মুখ খুলে ছিলেন টিভি নাইন বাংলার কাছে। বলেছিলেন ‘অবাক লেগেছে। একটু সময়ের জন্য তাকে ঐখানে দেখে স্তম্ভিত হয়েছিল। সাথে ছিল রাতুল। ও আমার সামলেছে।’

রাতুল ও রূপাঞ্জনার বিবাহের বয়স ৫ মাস হলেও বিবাহের বয়স আরো অনেক আগের। রুপানজনা এর আগেও বিবাহ করেছিল। আগের সম্পর্কের তার একটি পুত্র সন্তানও আছে। রাতুল তাকে নিজের ছেলের মতনই ভালোবাসেন। অভিনেত্রী রুপানজনা অতীতকে আর মনে করতে চান না। তিনি বর ও ছেলে সন্তানকে নিয়ে গুছিয়ে বিবাহ জীবন উপভোগ করছেন।

আরও পড়ুন,
*অপুষ্ট রোগে আক্রান্ত! ফের কটাক্ষের শিকার নুসরাত!

error: Content is protected !!