ইলন মাস্কের এক্স-এর মামলার পর সমাজমাধ্যমে তথ্য সরানোর নির্দেশ কেবল সিনিয়র আধিকারিকদের হাতে দিল কেন্দ্র। ১৫ নভেম্বর থেকে কার্যকর হবে নতুন নিয়ম।
ইলন মাস্কের সংস্থা ‘এক্স’-এর সঙ্গে আইনি লড়াইয়ের পর সমাজমাধ্যম থেকে তথ্য সরানোর নিয়মে বড় পরিবর্তন আনছে কেন্দ্রীয় সরকার। ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স বা ফেসবুকের মতো প্ল্যাটফর্মে আপত্তিকর বা বেআইনি তথ্য থাকলে এখন থেকে শুধুমাত্র সিনিয়র সরকারি আধিকারিকরাই তা ‘ব্লক’ করার নির্দেশ দিতে পারবেন।
বুধবার রাতে তথ্য ও প্রযুক্তি মন্ত্রক এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদার সমতুল বা তার উপরের আধিকারিকরা সমাজমাধ্যম থেকে তথ্য সরানোর নির্দেশ দিতে পারবেন। পুলিশের ক্ষেত্রে এই ক্ষমতা থাকবে ডিআইজি বা তার ঊর্ধ্বতন কর্মকর্তার হাতে।
এ ছাড়া, সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকে নির্দেশের কারণ এবং আইনি ভিত্তি বিশদে জানাতে হবে। এর ফলে নিচু স্তরের কোনও সরকারি আধিকারিক সমাজমাধ্যমের কনটেন্ট সরানোর নির্দেশ দিতে পারবেন না।
উল্লেখ্য, গত মাসে কর্নাটক হাই কোর্ট ইলন মাস্কের এক্স-এর আবেদন খারিজ করে দিয়েছিল। সেখানে সরকারি আধিকারিকদের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। আদালত জানিয়েছিল, সমাজমাধ্যমে বিশেষত মহিলাদের বিরুদ্ধে অপরাধ রুখতে নিয়মিত নজরদারি জরুরি।
এই আদালতের পর্যবেক্ষণের প্রেক্ষিতেই তথ্যপ্রযুক্তি মন্ত্রকের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে বলে মনে করছেন অনেকেই। কেন্দ্র জানিয়েছে, নতুন নিয়ম আগামী ১৫ নভেম্বর থেকে কার্যকর হবে এবং তা কেন্দ্র ও রাজ্য— উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
#India #SocialMedia #ElonMusk #X #GovernmentRules #ITAct #DigitalIndia #TechnologyNews