“আমার মেয়ের বয়স নয় বছর হবে”, মেয়েকে নিয়ে শঙ্কায় ভুগছেন অভিনেত্রী সুদীপ্তা

গত ৯ই আগস্ট রাতে কলকাতার ব্যস্ততম সরকারি হাসপাতাল আর জি করে ঘটে গিয়েছে এক নৃশংস ঘটনা। এই ঘটনায় এখনও পর্যন্ত বিচার হয়নি। ঘটনার তদন্ত করছে সিবিআই এবং ঘটনাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। এই ঘটনায় যখন দিকে দিকে বিক্ষোভের আগুন জ্বলছে সেইসময় ফের এমনই এক নৃশংস ঘটনা ঘটল বাংলার বুকে। উত্তর ২৪ পরগণার কুলতলিতে এক ৯ বছরের বালিকাকে ধর্ষণ করে খুন করা হয়।

অভিযোগ ওঠে, এলাকায় পুলিশ ক্যাম্প থাকলেও এমন ঘটনা ঘটল কীভাবে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনা সামনে আসার পর ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন সকলে। ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। ঘটনা প্রকাশ্যে আসার পর সকলে শিউরে উঠেছেন।

শনিবার সকালে গ্রামের মানুষজন লাঠি হাতে রাস্তায় নামেন। বাংলা জুড়ে এমন পরিস্থিতিতে নিজের মেয়েকে নিয়ে শঙ্কিত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তার একটি মেয়ে রয়েছে। তিনি জানিয়েছেন সামনের মাসে তার মেয়ের বয়স ৯ বছর হবে। মেয়েকে নিয়ে একটি পোস্ট করেছেন তিনি৷ সেখানেই তিনি এমনটা জানিয়েছেন। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে তিনি যে মেয়েকে নিয়ে শঙ্কিত রয়েছেন তা স্পষ্ট।

সুদীপ্তা চক্রবর্তী ও অভিষেক সাহার একমাত্র মেয়ে হলো শাহিদা। মায়ের সঙ্গে মেয়েকে মাঝেমধ্যে দেখা যায়৷ জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান মঞ্চে মায়ের সঙ্গে হাজির হয়েছিল শাহিদা। বর্তমানের রাজ্যের এই পরিস্থিতি যেনো সে কিছুটা আন্দাজ করতে পারছে। এদিকে আর জি কর ঘটনা ঘটার পর আন্দোলনে প্রথম থেকে সামিল হয়েছেন সুদীপ্তা।

আর জি কর ঘটনার প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফিরিয়ে দিয়েছেন তিনি। এমন ঘটনার পর অভিনেত্রী যে শাসক দলের টার্গের লিস্টে চলে গিয়েছেন তা তিনি বুঝতে পেরেছেন ভালোই৷ তবে সেসব একেবারেই পাত্তা দেন না তিনি৷ নিজের মতন করে প্রতিবাদ জারি রাখতে চান৷