তৈমুর পুতুলের পর এবার বাজারে হাজির বলিউডের জনপ্রিয় অভিনেত্রীর আদলে তৈরি পুতুল

কয়েক বছর আগে বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হয়েছিল তৈমুর পুতুল। বিক্রি এতটাই বেড়ে গিয়েছিল যে জোগান দিতে হিমসিম খেতে হয়েছিল। জন্মের পর থেকে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে করিনা কাপুর খান ও সইফ আলি খানের জৈষ্ঠ পুত্র তৈমুর। তার নানান ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যেতো। এর পাশাপাশি তাকে বারংবার লাইমলাইটে আনতেও দেখা গিয়েছে।

আর তারপরই তৈমুরের মতন আদলে তৈরি করা তৈমুর পুতুল যা বাজারে জনপ্রিয় হয়ে ওঠে। এর পাশাপাশি পুতুলটির গায়ের রং টুকটুকে লাল। পরনে রয়েছে নীল বা কালো রঙের গলাবন্ধ। এই পুতুল বাজারে আসার পর তার বিক্রি বেড়ে গিয়েছিল অনেকটাই। এবার এমনই এক পুতুল বাজারে পাওয়া যাচ্ছে। তবে এটি এবার বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রীর আদলে তৈরি করা।

আর তিনি হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। কিন্তু অভিনেত্রীর অনুরাগীদের এই পুতুল বিশেষ মনে ধরেনি৷ লাল লিপস্টিক লাগিয়ে পুতুলটির সৌন্দর্য্যকে যেনো আরও নষ্ট করা হয়েছে। কেউ কেউ বলছেন, এটি পুতুল কম, ভুত লাগছে। অনেকেই মন্তব্য করেছেন, ঐশ্বর্য রাই আসলে এমন দেখতে নয়। এই অদ্ভুত দেখতে পুতুলটিকে অভিনেত্রীর মতন দেখতে বলতে নারাজ সকলে।

যদিও এই প্রসঙ্গে কোনো মন্তব্য এখনও করতে দেখা যায়নি ঐশ্বর্য রাই বচ্চনকে। পুতুলটিকে দেখা গিয়েছে ঐশ্বর্য রাই বচ্চনের মতন সাজে। তিনি অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে যেমন সেজেছিলেন সেভাবেই পুতুলটিকে আনারকলি পরিয়ে ভারী পাথরের গয়না দিয়ে সাজানো হয়েছে। এর পাশাপাশি অদ্ভুত সাজ দিয়ে সাজানো হয়েছে পুতুলটিকে যা দেখতে অস্বাভাবিক লাগছে।

আর এতেই রেগে লাল হয়েছেন অভিনেত্রীর ভক্তরা। এদিকে বর্তমানে ঐশ্বর্য রাই বচ্চনের জীবন নিয়ে কাটাছেঁড়া চলছে। গুঞ্জন শোনা যাচ্ছে বচ্চন পরিবারের একমাত্র ছেলের বিবাহবিচ্ছেদ হতে চলেছে। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য কাউকে করতে দেখা যায়নি। তবে ঐশ্বর্যের সঙ্গে বচ্চন পরিবারের আদবকায়দা দেখে অনেকেই তা মনে করছেন।

আরও পড়ুন,
*১ লক্ষ ৪৯ কিউসেক জল ছাড়ল ডিভিসি