সোশ্যাল মিডিয়া জুড়ে ‘লাপাতা লেডিস’এর তালিকায় নাম লিখিয়েছিলেন তিনি। অবশেষে রচনা ব্যানার্জি মৌনতা ভাঙলেন আর.জি কর কাণ্ড নিয়ে। গত ৮ ই আগস্ট যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তা নিয়ে উত্তাল রাজ্যবাসী। তবে এই পরিস্থিতিতে চুপ ছিলেন রাজ্যের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিনেত্রীরা।
তালিকায় রয়েছেন সায়নী ঘোষ, রচনা, জুন মালিয়া, শতাব্দী রায়রা। প্রশ্ন উঠেছিল রাজ্যের এই পরিস্থিতিতে কীভাবে নীরব হয়ে রয়েছেন তারা? স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এবার একটি ভিডিও পোস্ট করেছেন রচনা। যেখানে তিনি প্রশ্ন তোলেন নারীরা কি সত্যিই স্বাধীন হয়েছে? বলেন, ‘সারা ভারতে মহিলারা কি স্বাধীন ভাবে ঘুরতে পারছে?’
‘উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে মণিপুর একটার পর একটা ঘটনা ঘটছে। আমরা মেয়েরা কবে স্বাধীন ভাবে ঘুরে বেড়াব? কলকাতা শহরে আর.জি করের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ভাষায় প্রকাশ করা যায় না। আমরা রাস্তায় নেমেছি। আওয়াজ তুলেছি। আমিও আপনাদের সঙ্গেই আছি।’
বলেন মৃতা চিকিৎসক যতক্ষণ না সুবিচার পাচ্ছেন ততক্ষণ সকলে আওয়াজ তুলুন এবং তিনি তার পাশে থাকবেন। কথা বলতে বলতে এক সময় চোখে জল চলে আসে। তার নিজের জীবনটা এতোটা স্বাচ্ছন্দ্যের অথচ অন্যরা অনেক কষ্ট করে যাতায়াত করে সেই নিয়ে কথা বলেন তিনি। একইসাথে তাদের পাশে থাকার বার্তা দেন অভিনেত্রী।
বলেন ‘রাতে কাজ সেরে আমি গাড়ি করে বাড়ি ফিরি। তবে বহু মেয়ে ট্রেনে ঝুলতে-ঝুলতে ফেরে, কেউ বাসে, আবার কেউ ফেরে অটোতে। অনেকে অনেক কষ্ট করেন। আমি একজন বোন, একজনের মেয়ে। পুরুষ আমাকে সম্মান করবে, পুরুষ বিপদ পড়লে সাহায্য করবে। কিন্তু পুরুষের জাত আমাকে ছিঁড়ে খাবে, আমি চিৎকার করবো কেউ শুনবে না!’
আরও পড়ুন,
*আরজি কর-কাণ্ডে গর্জে উঠলেন প্রীতি-করিনারা, বাংলার মহিলা মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ আর্জি রিচার