Viral Kiss: দীপাবলিতে রোম্যান্সে ভাসলেন অহনা-দীপঙ্কর, চর্চায় ভাইরাল কিসের ভিডিও

গত জুলাই মাসে মা হয়েছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় খলনায়িকা অহনা দত্ত। অনুরাগের ছোঁয়া-র ‘মিশকা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। পেশার পাশাপাশি অহনার ব্যক্তিগত জীবনও বরাবরই থেকেছে আলোচনার কেন্দ্রে — কখনও মায়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, আবার কখনও ডিভোর্সি-দ্বিগুণ বয়সী মেকআপ আর্টিস্টকে বিয়ে করা— সব মিলিয়ে কন্ট্রোভার্সি যেন অহনার নিত্যসঙ্গী।

তবে সব সমালোচনাকে উপেক্ষা করে নিজের মতো করেই জীবন কাটাচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি প্রথমবারের মতো মেয়ে মীরা ও স্বামী দীপঙ্কর রায়-এর সঙ্গে দীপাবলি উদযাপন করলেন অহনা। সেই বিশেষ মুহূর্তের এক ঝলক ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়, যা ঘিরে রীতিমতো তোলপাড় নেটদুনিয়া।

ভিডিওটিতে দেখা যায়, কালো টি-শার্ট ও ক্যাজুয়াল প্যান্টে স্বচ্ছন্দ অহনা, আর হাতে রংমশাল নিয়ে দীপঙ্কর। ব্যাকগ্রাউন্ডে বাজছে “সাঁইয়ারা” ছবির জনপ্রিয় গান। একে অপরের বাহুতে জড়িয়ে ভালোবাসায় ভেসে যাচ্ছেন নবদম্পতি। একপর্যায়ে দীপঙ্করের ঠোঁটে আলতো চুমু খান অহনা — আর সেই মুহূর্তই হয়ে উঠেছে নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু।

যেখানে অনুরাগীরা ভিডিওতে ভালোবাসা উজাড় করে দিয়েছেন, সেখানে নিন্দুকদের মন্তব্যও কম নয়। কেউ বলছেন, “প্রেম থাকলে এতটা দেখনদারির কী দরকার?” আবার কেউ মন্তব্য করেছেন, “আরও সংযত হওয়া উচিত।” তবে অহনা বরাবরের মতোই ট্রোলারদের পাত্তা দেননি। তাঁর মতে, নিজের শর্তে বাঁচাটাই সবচেয়ে বড় সাহস।

বিনোদন
ধর্ম যার যার, বড়মা সবার! দীপাবলির রাত্রে নৈহাটির বড়মা’র পুজোয় হাজির রাজ-শুভশ্রী, ভাইরাল ভিডিও

উল্লেখ্য, অনুরাগের ছোঁয়া-র রূপটান শিল্পী দীপঙ্কর রায়-কে ভালোবেসে ফেলেছিলেন অহনা। যদিও তাঁদের মধ্যে বয়সের ফারাক প্রায় দশ বছরের, তাতে প্রেমে ভাটা পড়েনি। দীপঙ্করের বয়স প্রায় ৩৫, এবং তিনি এর আগেও একবার বিবাহিত ছিলেন। সেই বিয়ে ভেঙে যাওয়ার পরই শুরু হয় দীপঙ্কর-অহনার নতুন জীবনের গল্প।

পরিবারের আপত্তি, বিশেষ করে মা চাঁদনির সঙ্গে সম্পর্কের অবনতি সত্ত্বেও দীপঙ্করকেই বেছে নেন অহনা। কাউকে না জানিয়ে কাগজে-কলমে বিয়েটা সেরে ফেলেন তাঁরা। চলতি বছরের শুরুতেই সেই সুখবর প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি।

এখন মেয়ে মীরাকে ঘিরেই তাঁদের ছোট্ট সংসার। আর দীপাবলির এই রোম্যান্টিক ভিডিও যেন জানিয়ে দিল— সব বিতর্কের ঊর্ধ্বে, ভালোবাসাই তাঁদের জীবনের আসল আলো।

বিনোদন
Subhasree: চোখে জল, হাতে রক্তমাখা ছুরি! কেন এই অবতারে শুভশ্রী? জানালেন কৌশিক গাঙ্গুলী

#AhonaDutta #DeepankarRoy #BengaliTelevision #DiwaliCelebration #ViralVideo #TollywoodNews #AnuragerChhowa #CelebrityCouple #RomanticMoment #BengaliActress #EntertainmentNews

error: Content is protected !!