অক্ষয়ের ‘খেল খেল মে’ ছবির ভরাডুবি নিয়ে কী সাফাই দিলেন পরিচালক?

20240831 074400 mSvtoV9D2k

১৫ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন বলিউডে একসঙ্গে মুক্তি পেয়েছে তিনটি হিন্দি ছবি৷ খেল খেল মে, বেদা ও স্ত্রী ২। তবে প্রথম দু’টি ছবিকে ছাপিয়ে বক্স অফিসে ব্যবসা করেছে ‘স্ত্রী ২’। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর। ইতিমধ্যে ছবিটি বক্স অফিসে প্রায় সাড়ে চারশো কোটির ব্যবসা করে ফেলেছে। সেখানে বাকি দু’টো ছবি প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে।

বক্স অফিসে ‘খেল খেল মে’-এর এমন অবস্থা নিয়ে মুখ খুললেন ছবির পরিচালক মুদাসর আজিজ। এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। ছবি প্রসঙ্গে পরিচালক জানান, “আমার বক্তব্য অবশ্যই এটা যে আমার একটা ইমোশনাল যোগাযোগ আছে খেল খেল মের সঙ্গে। তবে আমি গোটা বিষয়টাকে একটু ইতিবাচক দিক দিয়েই দেখব। পুষ্পা বা কান্তারা যখন মুক্তি পেয়েছিল ছবিগুলো কিন্তু বক্স অফিসে বেশ অনেক দিন ধরেই ব্যবসা করেছিল।”

তার মতে এমন অনেক ছবি রয়েছে যেগুলি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পর জনপ্রিয় হয়েছে। তার মধ্যে অন্যতম ছবি হলো সাম্প্রতিক কালে ‘লাপাতা লেডিজ্’। তেমনই তার তৈরি করা ছবিটিও তেমনভাবে ব্যবসা করতে পারে বলে মনে করছেন পরিচালক। ‘খেল খেল মে’ এখনো ৩০ কোটি পেরোতে পারেনি।

তবে ছবির পরিচালকের মতে সিনেমার ব্যবসায় বর্তমানে একটি পরিবর্তন আসছে। মুদাসর আজিজের মতে, ছবিটি বক্স অফিসে সেভাবে সাড়া না পাওয়ায় তা তাকে প্রভাবিত করেছে। তার মত অনুযায়ী ধীরে ধীরে ছবিটি ভালো ব্যবসা করবে। তবে স্ত্রী ২ কিংবা বেদা ছবি দু’টি মুক্তি পাওয়ায় যে তার ছবি ভালো ব্যবসা করেনি তা মনে করেন না পরিচালক।

‘খেল খেল মে’ ছবিটিতে দেখা পাওয়া যাচ্ছে অভিনেতা অক্ষয় কুমারকে। তবে তৃতীয় বৃহস্পতিবার ছবিটি মাত্র ৫৬ লক্ষ টাকা ব্যবসা করেছে। বর্তমানে ছবিটির বক্স অফিস আয় দাঁড়িয়েছে ২৬ কোটি ১ লক্ষ টাকা। অপরদিকে স্ত্রী ২ ছবিটি প্রায় চারশো কোটি টাকা ব্যবসা করে ফেলেছে।

আরও পড়ুন,
*ডুয়ার্সে শ্যুটিংয়ে গিয়ে কপালের জোরে প্রাণে বাঁচলেন অমৃতা!