‘নেপোকিড’ তকমা পেলেও তিনি তার অভিনয়ের মধ্যে দিয়ে নিজের জাত চিনিয়েছেন। প্রথম ছবির পর ঘুরে দাঁড়িয়েছেন তিনি। ‘হাইওয়ে’ ছবির মধ্যে দিয়ে অভিনেত্রী হিসেবে নিজের গ্রাফকে উন্নত করেছেন আলিয়া ভাট। তিনি চিনিয়েছেন অভিনয়কে রপ্ত করলে ‘নেপোকিড’ তকমাকেও ধূলিসাৎ করে ফেলা যায়। এখন তিনি এক কন্যা সন্তানের মা।
এর পাশাপাশি তিনি এখন কাপুর পরিবারের বউমা। সংসার সামলানোর পাশাপাশি নিজের কেরিয়ারকে যথেষ্ট সিরিয়াসভাবেই নেন আলিয়া। তার হাতে এখন বেশ কিছু বিগ বাজেটের সিনেমা রয়েছে। প্রেম হোক কিংবা অ্যাকশন, থ্রীলার হোক কিংবা বায়োপিক, সবেতেই আলিয়া নিজেকে মানিয়ে নেন দারুণভাবে। ফের কি তবে তার নতুন কোনও সিনেমা আসতে পারে?
কারণ সদ্য কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে আলিয়াকে দেখা গিয়েছে খেলার মাঠে ঘাম ঝড়াতে। তবে কি নতুন কোনও অ্যাথলিটের বায়োপিকের কাজ করতে চলেছেন অভিনেত্রী? যদিও এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, অ্যাথলিটের মেজাজে রয়েছে আলিয়া। পরনে স্পোর্টস টিশার্ট, শর্টস।
র্যাকেট হাতে দুর্দান্ত খেলায় মেতেছেন তিনি। প্রতিদ্বন্দ্বীকে নাস্তানাবুদ করে ছাড়ছেন অভিনেত্রী। আর সেই মূহুর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে কি আগামীতে আলিয়াকে কোনও অ্যাথলিটের ভূমিকায় দেখা যেতে চলেছে? প্রশ্ন উঠছে নেটিজেনদের মনে। তবে মায়ের পাশাপাশি ছোট্ট মেয়ে রাহা সমানভাবে মিডিয়ার নজর কেড়েছে।
বাবা রনবীর ও মেয়ে রাহার খুনসুটির ভিডিও ধরা পড়েছে ক্যামেরায়। ছোট্ট রাহা যেমন ছোটাছুটি করতে ব্যস্ত, তেমনই তাকে সামলে রাখছেন বাবা রনবীর। সেই মিষ্টি মূহুর্ত দেখে মুগ্ধ নেট দুনিয়া। করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির মধ্যে দিয়ে সিনেমা জগতে পা রাখেন আলিয়া৷ তারপর থেকে নিজের জাত চিনিয়েছেন অভিনেত্রী। একের পর এক দুর্দান্ত ছবি উপহার দিয়েছেন তিনি। ফের কোনও ছবির ভূমিকায় তিনি অবতীর্ণ হতে চলেছেন কিনা তা সময়ের অপেক্ষা।
আরও পড়ুন,
*রানীর বাবা-মা’কে ঘরে বন্ধ করে রেখেছিলেন যশ চোপড়া! চাঞ্চল্যকর তথ্য দিলেন অভিনেত্রী