আলিয়া একটা সময় এতটাই ভেঙে পড়েছিলেন যে, নিজেকে একেবারে ঘরবন্দী করে রেখেছিলেন! এপ্রসঙ্গে কী করলেন ভন্সালী?

অভিনেত্রী আলিয়া ভট্ট কে চেনেন না এমন লোক টর্চ দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। কয়েক বছরের মধ্যেই তিনি তার দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে খ্যাতিনামা অর্জন করেছেন। আলিয়া যখন প্রথম প্রথম সিনেমা জগতে প্রবেশ করেন, তখন অনেকেই বলেছিলেন, তিনি নাকি তার বাবার দৌলতেই অভিনয়ের সুযোগ পান।

তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে তিনি এটা প্রমাণ করে দিয়েছেন যে তিনি আসলেই যোগ্য,কারুর সূত্র ধরে নয় নিজের যোগ্যতাতেই অভিনয়ের সুযোগ পেয়েছেন।বেশ কয়েক বছর আগে পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীর “ইনশাআল্লাহ” নামক ছবিতে অভিনেত্রী আলিয়া ভট্টের সালমান খানের বিপরীতে অভিনয় করার কথা ছিল।

এই ছবিটি করার জন্য আলিয়া খুবই আগ্রহী ছিলেন, কিন্তু তার আশায় ছাই পড়লো। হঠাৎ করে ছবির কাজ বন্ধ হয়ে যায়,আলিয়া এটা একেবারে মেনে নিতে পারেননি। এমনকি আলিয়া এতটাই ভেঙে পড়েছিলেন যে তিনি একেবারে ঘরবন্দি হয়ে গেছিলো, এই কথা অভিনেত্রী নিজেই সম্প্রতি একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন।

এরপর পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী “গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি” ছবিতে আলিয়া ভট্টকে মূল চরিত্রে অভিনয় করার সুযোগ করে দেন। আলিয়া বলেন,’গঙ্গুবাঈ’ চরিত্র সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, তবে এই ভিন্ন রকমের চরিত্রে অভিনয় করতে পেরে আমি সত্যিই আপ্লুত। এই ছবিটি করার পরে আমি জনসাধারণের কাছে অনেক ভালোবাসা পেয়েছি।

জানা গেছে,পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী বহু বছর আগে ই ঠিক করে রেখেছিলেন আলিয়াকে তার ছবিতে কাজ করাবেন। যখন তিনি এমনটা ভেবেছিলেন তখন আলিয়া ভট্টের বয়স মাত্র এগারো। এক যুগেরও বেশি সময় পড়ে লীলা ভন্সালীর ইচ্ছেটা বাস্তবে পরিণত হলো।