কোথাও বেড়াতে যাওয়া মানেই সেখান থেকে ফিরে একগুচ্ছ ছবি পোস্ট করা সোশ্যাল মিডিয়ায়। ব্যতিক্রমী নন অভিনেত্রী আলিয়া ভাট, কয়েকদিন আগে তিনি ছুটি কাটাতে গিয়েছিলেন থাইল্যান্ডে। আর সেখান থেকে ফিরে এবার পোস্ট করলেন একাধিক ছবি।
কখনো দেখা যাচ্ছে মনোকিনিতে জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন তিনি। আবার কখনো সাহসের সাথে জেট স্কি করছেন। শুধু তাই নয় সেখানে গিয়ে প্রকৃতির মাঝে সাইকেল চালিয়েছেন এবং শরীরচর্চাও করেছেন জিমে গিয়ে। কখনো বই পড়েছেন কখনো বোনের সাথে সময় কাটিয়েছেন।
এক কথায় বলতে গেলে নতুন বছরের শুরুটা ভীষণই উপভোগ করেছেন অভিনেত্রী। আর তার ক্যাপশনে লিখেছেন, ‘যদি তুমি সমুদ্রসৈকতের কোনো ছবি পোস্ট না করো তাহলে আদৌ কি তুমি ঘুরতে গিয়েছিলে?’ যার অর্থ তিনি এটাই বলতে চেয়েছেন বেড়াতে গেলে অবশ্যই সেই ছবি পোস্ট করতে হয় সোশ্যাল মিডিয়ায়।
অন্যদিকে তার পরিবারের সদস্যদের দ্বারা পোস্ট করা ছবিতে এর আগে দেখা গিয়েছিল থাইল্যান্ডে গিয়েছিলেন সপরিবারে। যেখানে ছিলেন রনবীর কাপুর, তার মা নীতু কাপুর, বোন ঋদ্ধিমা কাপুর, আলিয়া ভাট ও তার বোন শাহীন ভাট প্রমুখরা। আসলে অন্যান্যদের মতোন বছরের শুরুটা পরিবারের সাথে কাটাতে চেয়েছিলেন তারা।
তবে বেশ কিছুদিন কাটার পর সেই ছবি তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়। উল্লেখযোগ্য, সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোই সক্রিয় থাকেন আলিয়া। যেখানে নিজের ছবি থেকে শুরু করে পরিবারের অন্যান্যদের ছবি পোস্ট করতে দেখা যায় তাকে। বিশেষ করে বর্তমানে তার মেয়ে রাহাকেই বেশি দেখা যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
আরও পড়ুন,
*মহাকুম্ভ মেলায় প্রতিদিন ১ লক্ষ ভক্তকে খাওয়াতে হাতে হাত ইসকন ও আদানির, জোরকদমে সমস্ত প্রস্তুতি