Alia Bhatt: শাঁখা-পলা পরে রানী মুখার্জির দুর্গাপুজোয় হাজির আলিয়া! নেটিজেনের প্রতিক্রিয়া কী? জানুন

Alia Bhatt: হাতে শাঁখা-পলা, পরনে শাড়ি, ঠিক যেন বঙ্গবধু রূপে ধরা দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এই সাজে রানী মুখার্জির দুর্গা পুজোতে উপস্থিত হয়েছিলেন তিনি। সম্প্রতি তারই কয়েক ঝলক ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যা দেখে মুগ্ধ নেটিজেনরা।

হয়তো অনেকেই জানেন দীর্ঘ সময় ধরে মুখার্জি পরিবারে দুর্গা পুজোর প্রচলন রয়েছে। কাজল এবং রানী মুখার্জি যৌথভাবে এই পুজো তদারকির দায়িত্বে থাকেন। আর সেখানেই উপস্থিত হতে দেখা যায় বলিউডের তাবড়-তাবড় তারকাদের। প্রত্যেক বছর রনবীর কাপুর এবং আলিয়া এখানে মায়ের দর্শন করতে যান।

এছাড়াও সেখানে দেখা যায় জয়া বচ্চন থেকে শুরু করে অন্যান্যদের। এই বছরও তার অন্যথা হয়নি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় নানান ছবি ও ভিডিও উঠে এসেছে। যেখানে তাদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। সম্প্রতি সেরকমই আলিয়া বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

যেখানে দেখা যায় বোন শাহীনকে নিয়ে রানী মুখার্জির সাথে হাসিমুখে ছবি তুলেছেন তিনি। এছাড়াও তার নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেখানেই তাকে দেখা গিয়েছে শাঁখা ও পলা পরিহিত অবস্থায়। অবাঙালী হয়েও তিনি এই বাঙালী সাজকে যেভাবে তুলে ধরেছেন তা সত্যি প্রশংসনীয়।

ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘আলো, ভালোবাসা, শক্তি।’ অর্থাৎ তিনি দেবীপক্ষে সমস্ত অন্ধকার দূর করে চারিদিক আলোকিত হওয়ার কথা বলেছেন। এছাড়াও মাতৃশক্তির আরাধনার বিষয়টিকে তুলে ধরেছেন তিনি। ইতিমধ্যে সেসব ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

error: Content is protected !!