তার দিকে ঘুরে তাকাতে বারণ করলেন অভিনেত্রী আলিয়া ভাট! কী অবাক হচ্ছেন তো? ভাবছেন কী কারণে এমনটা বললেন তিনি? আসুন তাহলে খোলসা করেই জানা যাক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী।
তারই ক্যাপশনে লিখে দিয়েছেন হিন্দি গানের এই কয়েক লাইন। হয়তো অনেকেই জানেন বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে ‘রাজ কাপুর ১০০ ফিল্ম ফেস্টিভ্যাল।’ অর্থাৎ কিংবদন্তী অভিনেতা রাজ কাপুরের ১০০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে।
সেখানে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী আলিয়া ভাট। তবে তার আগে ফটোশ্যুট করে নিয়েছেন নিজের। ছবিতে দেখা যাচ্ছে একটা সাদা রংয়ের শাড়ি পরে রয়েছেন তিনি। গলায় হালকা হার, খোলা চুল, হাতে সাদা গোলাপ নিয়ে একাধিক পোজ দিতে দেখা গিয়েছে তাকে। তার ক্যাপশনে লিখেছেন, ‘ফিরে ফিরে তাকিয়ো না।’
মূলত একটা হিন্দি গানের লাইন লিখে দিয়েছেন তিনি। তার ছবিগুলো দেখার পর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। প্রত্যেকেই বলছেন, মা হওয়ার পর তার জৌলুস যেন বেড়ে গিয়েছে বহুমাত্রায়। সত্যিই যেন তাই। দিনের পর দিন তার সৌন্দর্য্য, লাবণ্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
অন্যদিকে কয়েকদিন আগেই কাপুর পরিবারের সকল সদস্যরা উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রীর ভবনে। রাজ কাপুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে কাপুর পরিবারের সকলকে বিশেষ সম্মান জানানো হয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে। সেখানে উপস্থিত ছিলেন কাপুর পরিবারের তারকা সদস্যরা। এরই মাঝে অনুষ্ঠিত হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানেও সকলকে উপস্থিত হতে দেখা গিয়েছে।