Sapna Chaudhary: জনপ্রিয় গানে অসাধারণ নাচ স্বপ্না চৌধুরীর ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Sapna Chaudhary: যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা কমবেশি প্রত্যেকেই স্বপ্না চৌধুরীর নামের সাথে পরিচিত হয়ে থাকবেন। কারণ, একসময় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। তার অসাধারণ নৃত্য দক্ষতার কথা আমাদের কারোরই অজানা নয়।

যদিও বর্তমানে তাকে আর নাচতে দেখা যায় না। তবে তার পুরনো ভিডিওগুলি মাঝেমধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যেরকমই সম্প্রতি তার পুরনো একটি গান সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে। যেটির নাম ‘তেরি আখিঁয়া কা ও কাজল।’

বাচ্চা থেকে বয়স্ক সকলেই এই গানটি পছন্দ করেন। এমনকি এই গানে নেচে রিল ভিডিও বানাননি এমন মানুষও খুব কম রয়েছে। স্বপ্না চৌধুরী মূলত বিভিন্ন মঞ্চের উপর ওঠে তার নৃত্য প্রদর্শন করতেন। এই ভিডিওটিতেও সেরকমটাই দেখা দিয়েছে।

হরিয়ানায় সাধারণত বিভিন্ন অনুষ্ঠান হলে সেখানে নাচ, গানের ব্যবস্থা করা হয়। সেরকমই একটি অনুষ্ঠানে নাচতে দেখা গিয়েছে স্বপ্না চৌধুরীকে। তার নাচের স্টেপ এবং এক্সপ্রেশন সকলকে মুগ্ধ করেছে। যা বোঝা গিয়েছে সেখানকার উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস দেখেই।

কয়েক বছর আগে এই ভিডিওটি ইউটিউবে পোস্ট করা হয়েছিল। ইতিমধ্যেই সেটি দেখে ফেলেছেন কয়েক লক্ষ মানুষ। কমেন্টবক্সে বয়ে গিয়েছে প্রশংসার বন্যা। সবমিলিয়ে আরো একবার চর্চায় উঠে এসেছেন স্বপ্না চৌধুরী। অন্যদিকে নাচ ছেড়ে বর্তমানে সংসারে মনোযোগ দিয়েছেন তিনি।