ভারতের অন্যতম বৃহত্তম ও জনপ্রিয় ই-কমার্স সংস্থা হলো অ্যামাজন ও ফ্লিপকার্ট। সারাবছর সাধারণ মানুষ এই দুই অনলাইন শপিং সাইট থেকে নানান জিনিস কিনে থাকেন। তবে সকলেই যে সেলটির জন্য সারাবছর অপেক্ষা করে থাকেন তা খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই দুই বিশেষ শপিং সাইটে। সারাবছর কমবেশি সেল চললেও সবথেকে জনপ্রিয় সেল চলে বাঙালির দুর্গা পুজো শুরু হওয়ার আগের মূহুর্তে।
সেইসময় এই দুই সংস্থার তরফে বিভিন্ন জিনিসের উপর বিপুল পরিমাণ ছাড় দেওয়া হয়। এই বছরও তার অন্যথা হয়নি। উৎসবের মরশুমে শুরু হতে চলেছে জনপ্রিয় সেল। উৎসবের মরশুমে অ্যামাজনের তরফে শুরু হয় ‘দ্য গ্রেট ইন্ডিয়ান সেল’ এবং ফ্লিপকার্টের তরফে শুরু হয় ‘বিগ বিলিয়ন ডে’ সেল।
আরও পড়ুন,
একরত্তি ইয়ালিনির মায়ের সঙ্গে বকবক, কী বলল ইয়ালিনি? সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করলেন শুভশ্রী
এইসময় গ্রোসারি, ইলেকট্রনিকস, মোবাইল, ফ্যাশন আইটেম, ফার্নিচার সহ বিভিন্ন জিনিসের উপর বেশ বড় অঙ্কের ছাড় দেওয়া হয়। সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জিএসটি ছাড়ের ঘোষণা করেছেন। আশা করা যাচ্ছে তার ফলে দাম কিছুটা হলেও কমবে। আর এর পাশাপাশি সেল চলার কারণে আরও কমবে দাম। অর্থাৎ এবছরের সেলে অনেকটাই লাভবান হতে পারেন সাধারণ মানুষ। আর এই সেল নিয়ে সারাবছর ক্রেতাদের আগ্রহ থাকে চরমে।
কবে থেকে শুরু হচ্ছে এই সেল? অ্যামাজনের তরফে জানানো হয়েছে, সর্বসাধারণের জন্য তাদের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান সেল’ শুরু হতে চলেছে ২৩শে সেপ্টেম্বর থেকে। তবে অ্যামাজনের প্রাইম মেম্বাররা একদিন আগে থেকেই অর্থাৎ ২২শে সেপ্টেম্বর থেকেই সেলের সুবিধা পাবেন। এর পাশাপাশি ফ্লিপকার্টেও শুরু হচ্ছে আগামী ২৩শে সেপ্টেম্বর থেকে সেল৷ তবে যারা প্লাস মেম্বার তারা একদিন আগে থেকেই অর্থাৎ ২২শে সেপ্টেম্বর থেকেই সেলে জিনিস কিনতে পারবেন।