মাত্র ৫১ বছর বয়সে প্রয়াত আমেরিকান শিল্পী ডি’অ্যাঞ্জেলো

এই খবরটি নিঃসন্দেহে সঙ্গীতজগতের জন্য এক গভীর শোকের সংবাদ। ডি’অ্যাঞ্জেলো (Michael D’Angelo Archer) ছিলেন নব্য সোল (Neo-soul) ধারার অন্যতম পথিকৃৎ শিল্পী, যিনি ৯০-এর দশকে ‘Brown Sugar’ এবং পরবর্তীতে ‘Voodoo’ অ্যালবামের মাধ্যমে সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তাঁর অনন্য কণ্ঠ, জ্যাজ, আরঅ্যান্ডবি ও ফাঙ্ক মিশ্রিত সুর তাঁকে বিশেষ উচ্চতায় পৌঁছে দেয়।

বিনোদন
প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মধুমতী, দিলীপ কুমার থেকে ধর্মেন্দ্র— সকলের সঙ্গেই করেছেন অভিনয়

সংক্ষিপ্ত সারসংক্ষেপ:

নাম: মাইকেল ডি’অ্যাঞ্জেলো আর্চার

বয়স: ৫১ বছর

মৃত্যুর কারণ: অগ্ন্যাশয়ের ক্যানসার

স্থান: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র

পরিবার: পুত্র মাইকেল জুনিয়র (সম্প্রতি মাকে হারিয়েছেন – গায়িকা অ্যাঞ্জি স্টোন)

প্রখ্যাত গান: Brown Sugar, Lady, Untitled (How Does It Feel), Devil’s Pie

ডি’অ্যাঞ্জেলো কেবল এক জন গায়কই নন, তিনি ছিলেন এক যুগের প্রতীক—যিনি আরঅ্যান্ডবি সঙ্গীতে আত্মা, প্রেম ও প্রতিবাদের নতুন সুর এনেছিলেন। তাঁর প্রয়াণে সারা বিশ্বের শিল্পী ও শ্রোতাদের মনে যে শূন্যতা তৈরি হবে, তা পূরণ করা কঠিন।

বিনোদন
Subhasree-Mimi: স্বামীর প্রাক্তনের সাথে আড্ডায় মশগুল শুভশ্রী! ভাগ করে নিলেন বিশেষ ভিডিও

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক