প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিশেষ শুভেচ্ছাবার্তা ডোনাল্ড ট্রাম্পের, লিখলেন “নরেন্দ্র, আমার বন্ধু”

আজ ১৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। আর তার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের প্রথম সারির নেতারা। আর তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোন করে প্রথম তিনি শুভেচ্ছা জানান। তিনি এদিন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “নরেন্দ্র, আমার ভালো বন্ধু” এমনভাবেই উল্লেখ করেন। তবে শুধু ট্রাম্প নয়, মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিন মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভারত ও রাশিয়ার সম্পর্ক নিয়েও মন্তব্য করেন। রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত হওয়ার পিছনে মোদির ‘ব্যক্তিগত অবদান’-কে তিনি সাধুবাদ জানিয়েছেন। এদিন ট্রাম্প মোদিকে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের অবদানকে স্বাগত জানিয়েছেন। যদিও ভারত ও রাশিয়ার সম্পর্কের কথা কারোর অজানা নয়। যেই সময় রাশিয়ার দিক থেকে বিশ্বের একাধিক দেশ সরে গিয়েছিল তখন রাশিয়ার পাশে বন্ধুর হাত বাড়িয়ে দিয়েছিল ভারত।

আরও পড়ুন,
উপহার হিসেবে ফুল পেয়ে যারপরনাই খুশি শ্রীলেখা, কিন্তু তার বাড়িতে কে পৌঁছে দিল ফুল? কী বললেন অভিনেত্রী?

সেইসময় রাশিয়া থেকে ভারত অপরিশোধিত তেল কেনার পরিমাণ অনেক বাড়িয়ে দেয়। এই কারণে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষের মুখে পড়তে হয় ভারতকে। আর তারপর ট্রাম্প ভারতের উপর ক্রুদ্ধ হয়ে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। কিন্তু এই হুঁশিয়ারিতে ভারত পিছু হটেনি। বরং রাশিয়ার পাশে থেকেছে। তবে বর্তমানে সেই হুঁশিয়ারি পরিণত হয়েছে ভালোবাসায়।

IMG 20250917 174444 QO3Ct38Y1L

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছাবার্তা সেই ইঙ্গিতই বহন করে। যদিও দুই রাষ্ট্রনেতা চান ভারত ও আমেরিকার সম্পর্কের উন্নতি হোক। মোদির সঙ্গে ফোনালাপের বার্তাও ট্রুথ সোশ্যালে শেয়ার করেন ট্রাম্প। তবে রাশিয়া কিংবা আমেরিকার প্রেসিডেন্ট নন, বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রনেতা শুভেচ্ছা জানিয়েছেন মোদিকে।

error: Content is protected !!