বিশ্বজয়ের আনন্দে কেবিসির মঞ্চে হরমনপ্রীতদের সঙ্গে নাচলেন অমিতাভ

ভারতীয় টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চ এবার সাক্ষী থাকল এক ঐতিহাসিক মুহূর্তের। সদ্য মহিলা টি-২০ বিশ্বকাপ জিতে ভারতের নাম উজ্জ্বল করেছেন হরমনপ্রীত কৌররা। সেই বিজয়ের আনন্দ উদযাপন করতেই কেবিসির একটি বিশেষ পর্ব আয়োজন করা হয়েছে, যা সম্প্রচারিত হবে চলতি সপ্তাহের শুক্রবার।

ইতিমধ্যেই পর্বটির শুটিং সম্পূর্ণ হয়েছে এবং প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শক মহলে তৈরি হয়েছে উত্তেজনার ঝড়। বিশেষ পর্বটিতে উপস্থিত ছিলেন দলের কোচ অমল মজুমদার, ক্রিকেটার দীপ্তি শর্মা, রিচা ঘোষ, শেফালী বর্মা-সহ আরও কয়েকজন। তাঁদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন শো-এর সঞ্চালক অমিতাভ বচ্চন। খেলার মাঠের অজানা মুহূর্ত, ম্যাচের চাপ, মাঠের বাইরের মজার গল্প—সবকিছুই উঠে আসে প্রশ্নোত্তরের ফাঁকে।

প্রোমোর সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল এক বিশেষ নাচের মুহূর্ত। ফাইনালে জয় পাওয়ার পর দলের উদযাপন কেমন হয়েছিল—এ প্রশ্ন করেন অমিতাভ। উত্তরে হরমনপ্রীত বলেন, “আমরা সবাই নেচেছিলাম।” এরপর হরমন নিজেই অমিতাভকে নাচ শেখাতে শুরু করেন, আর সেই সঙ্গেই কেবিসির মঞ্চে বাজতে থাকে ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবির জনপ্রিয় গান। হরমনের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা যায় বর্ষীয়ান অভিনেতাকেও। মুহূর্তটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

আরও পড়ুন
Viral video : টাইমস স্কোয়্যারে শাহরুখের গানে নাচে প্রপোজ! প্রেমিকের অভিনব সারপ্রাইজে আবেগে ভেসে গেলেন তরুণী

তবে পুরো দলের উপস্থিতির মাঝেও ছিলেন না স্মৃতি মন্দানা। ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার কারণে আপাতত প্রচারের আলো থেকে নিজেকে দূরে রেখেছেন তিনি। তাই এই বিশেষ পর্বে তাঁর অনুপস্থিতি নজরে পড়েছে দর্শকদের।

আরও পড়ুন
Srabanti: ‘আসল সৌন্দর্য্য থাকে মনে’, জানুন কেন এমন উপলব্ধি করলেন শ্রাবন্তী

বিশ্বজয়ী দলকে সম্মান জানাতে কেবিসির উদ্যোগ এবং অমিতাভ–হরমনপ্রীতের নাচের দৃশ্য ইতিমধ্যেই নেটিজেনদের মন জয় করেছে। শুক্রবারের পর্বে আরও অনেক অজানা গল্প সামনে আসার অপেক্ষাতেই দর্শকরা।

আরও পড়ুন
Sreemoyee: চুরি করাই নাকি কাঞ্চনের প্রধান কাজ, জানালেন স্ত্রী শ্রীময়ী

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক