প্রকাশ্যে এল আসল সত্যি, মালাইকার জন্মদিনে এই গোপনা তথ্য ফাঁস করলেন বোন অমৃতা

বয়স নিয়ে দীর্ঘদিনের বিতর্কে ইতি টানলেন অমৃতা অরোরা। জন্মদিনে কেকেই স্পষ্ট—মলাইকা ৫০। পরিবার ও বন্ধুদের সঙ্গে জমজমাট উদ্‌যাপন।

সমালোচনার যেন অন্ত নেই মলাইকা অরোরাকে ঘিরে। হাঁটাচলা, পোশাক বা ব্যক্তিগত জীবন—সব কিছুতেই নীতিপুলিশি চলে অভিনেত্রীকে নিয়ে। বিশেষ করে তাঁর বয়স নিয়ে চলছিল জোর চর্চা। কেউ বলেন, বহু আগেই পঞ্চাশ পেরিয়েছেন তিনি, আবার কেউ অভিযোগ তোলেন বয়স লুকোনোর।

তবে এ বার সেই বিতর্কে পূর্ণবিরতি টানলেন বোন অমৃতা অরোরা। মলাইকার ৫০তম জন্মদিনে অমৃতা প্রকাশ্যে লেখেন, “গত কয়েক বছর ধরে শুনছি, তোমার বয়স ৫০ হয়ে গিয়েছে। যাক, অবশেষে ৫০ পূর্ণ করল আমার সুন্দরী বোন!”

জন্মদিনে পরিবারের সঙ্গে সময় কাটান মলাইকা—ছিলেন ছেলে আরহান, মা, বোন এবং ঘনিষ্ঠ বন্ধুরা। কেকেও স্পষ্ট লেখা ছিল ‘৫০’। নিজের জন্মদিনে ‘ছইয়া ছইয়া’ গানে পা মেলাতে দেখা যায় অভিনেত্রীকে। বয়স নয়, সৌন্দর্য আর আত্মবিশ্বাসই যেন তাঁর আসল উত্তর সমালোচকদের।

বিনোদন
Mimi: ডাক শুনে কেউ না আসলে একলা চলার পরামর্শ মিমির! জানুন নেপথ্য কারণ

#MalaikaArora #AmritaArora #Bollywood #MalaikaBirthday #AgeIsJustANumber #CelebrityNews #Entertainment

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক